বর্ধমানের মাঠে ক্রিস গেইল, ক্যারিবিয়ান কিংবদন্তির ঝড়ে নাস্তানাবুদ পুলিশ কর্তারা

ক্যারিবিয়ান কিংবদন্তিকে দেখতে আগে থেকেই জমাট বাঁধছিল কালো মাথার ভিড়৷ গেইল ঢুকতেই তা কার্যত ঝড়ের আকার নিল৷ ঠেলাঠেলি, ধাক্কাধাক্কির জেরে তৈরি হল তুমুল বিশৃঙ্খলা৷ যা সামলাতে রীতিমতো নাস্তানাবুদ হতে দেখা গেল পুলিশ কর্তাদের৷

0
3300
Chris Gayle

খাস প্রতিবেদন: ব্রায়ান লারার পর এবার বর্ধমানের মাঠে ক্রিস গেইল (Chris Gayle)৷ ক্যারিবিয়ান কিংবদন্তিকে দেখতে আগে থেকেই জমাট বাঁধছিল কালো মাথার ভিড়৷ গেইল ঢুকতেই তা কার্যত ঝড়ের আকার নিল৷ ঠেলাঠেলি, ধাক্কাধাক্কির জেরে তৈরি হল তুমুল বিশৃঙ্খলা৷ যা সামলাতে রীতিমতো নাস্তানাবুদ হতে দেখা গেল পুলিশ কর্তাদের৷ একই সঙ্গে চূড়ান্ত বিশৃঙ্খলার পরিবেশ দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি না হয়েই মাঠ ছাড়লেন কিংবদন্তী ক্যারিবিয়ান এই ক্রিকেটার৷

বস্তুত, রাজনন্দিনী কাপ জেলার জনপ্রিয় টেনিস বল টুর্নামেন্ট। ২০২০ সালে রাজনন্দিনী কাপে প্রথম কোনও বিদেশি ক্রিকেটার এসেছিলেন। সে বার এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ব্রায়ান লারা। এ বার সেই তালিকায় যোগ দিলেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। ক্যারিবিয়ান সুপারস্টারকে দেখতে বর্ধমানে ভিড় জমান ক্রিকেট প্রেমীরা। উপচে পড়া সেই ভিড়কে কেন্দ্র করেই তৈরি হল চূড়ান্ত বিশৃঙ্খলা৷ যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে দেখা গেল বর্ধমান থানার পুলিশকে‌।

- Advertisement -

এদিন হুডখোলা গাড়িতে করে গেইল মাঠে প্রবেশ করতেই চারিদিকের ব্যারিকেডে যেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ক্রীড়াপ্রেমীদের৷ তারই মাঝে জিপে চড়ে মাঠ প্রদক্ষিণ করেন গেইল৷ তারপর বেশ কিছুক্ষণ গেষ্ট রুমে থেকে বেরিয়ে যান। উদ্যোক্তাদের মতে, উপচে পড়া খেলোয়াড় প্রেমীদের চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন না গেইল (Chris Gayle)৷
বস্তুত, স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে প্রতি বছরই বর্ধমানের মালির মাঠে আয়োজিত হয় রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ বার সেখানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। গত কয়েক বছরে এই টুর্নামেন্টে অতিথি হিসেবে বর্ধমান শহরে এসেছেন ভারতীয় তারকা ক্রিকেটাররা। যাদের মধ্যে রয়েছেন- দিলীপ বেঙ্কসরকার, কপিল দেব, হরভজন সিং, গৌতম গম্ভীররা। তবে এবারের বিশৃঙ্খলা দেখে স্তম্ভিত উদ্যোক্তারা৷

আরও পড়ুন: ‘বিজেপিতেই আছি’ জানিয়ে তৃণমূলের ভাঙনের গল্প শোনালেন হিরণ