রাজ্যে পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা: দিলীপ

0
284

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: রাজ্যের পরিবর্তন হচ্ছেই। বাংলায় পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মানুষ স্বচ্ছ সরকার চাইছে। বিজেপি সোনার বাংলা গড়বে। হলদিয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে রোড-শো করে এই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার হলদিয়ার বিজেপি প্রার্থী তাপসী মণ্ডলের সর্মথনে কয়েক কিলোমিটার রোড-শো করেন দিলীপবাবু। হলদিয়া দুর্গাচক থেকে রোড-শো শুরু হয়। এই রোড-শো ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়া মতো। রোড-শোয়ে প্রচুর মহিলা কর্মী সমর্থক অংশ নেন।

- Advertisement -

কালই দ্বিতীয় দফার ভোটের নির্বাচনী প্রচারের শেষদিন। তার আগে শিল্পনগরীরে ভিড়ে ঠাসা রোড-শো গেরুয়া শিবিরকে অনেকটাই অক্সিজেন দিল, এমনটাই মত রাজনৈতিক মহলের।

এদিন রোড-শো শেষে দিলীপবাবু বলেন, রাজ্যের পরিবর্তন হচ্ছেই। বাংলায় পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। বাংলার মানুষ স্বচ্ছ সরকার চাইছে। ২ মে জনতার রায় বিজেপির দিকেই যাবে। বিজেপিই সোনার বাংলা গড়বে।

এদিকে এদিন সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপবাবু। তিনি বলেন, দরকার হলে ৩৫৬ ধারা জারি করে ভোট গ্রহণ করা হবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে যাচ্ছেন ২০১১ সালে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করা হয়েছিল বলেই উনি জিতেছিলেন।

দিলীপবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন গত বছরগুলিতে জিতেছিলেন তখন এই ইভিএম, সেন্ট্রাল ফোর্স ও ইলেকশন কমিশন ছিল। তবে আজ কেন এসব বলছেন। আজ কেন এদের টার্গেট করছেন ভয় দেখাচ্ছেন। হুমকি দিচ্ছেন কেন। অভিযোগ করছেন কেন। কারণ উনি হারছেন।