ফের অনুব্রতের বাড়িতে সিবিআই, এবার নজরে কন্যা

0
35

কলকাতা: আশঙ্কা সত্যি করে ফের অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গেল সিবিআই৷ ইতিমধ্যে সেখানে রয়েছেন অনুব্রতের আইনজীবীও৷ যার জেরে মনে করা হচ্ছে, এবার গরু পাচার ও বেআইনি অর্থ লেনদেনের মামলায় অনুব্রতের কন্যা সুকন্যাকে জেরা করতে পারেন তদন্তকারীরা৷ বস্তুত, এদিন সকাল থেকে টানা প্রায় দু’ঘণ্টা অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জেরা করেন তদন্তকারীরা৷ এরপরই তাঁরা বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতের বাড়িতে পৌঁছে যান৷ সিবিআইয়ের একটি সূত্রের খবর: পরিবর্তিত পরিস্থিতিতে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে আপত্তি নেই বলে জানিয়েছেন সুকন্যা৷ তবে আইনি জটিলতা এড়াতে সঙ্গে রয়েছেন পারিবারিক আইনজীবী৷

সিবিআইয়ের একটি সূত্রের খবর, অনুব্রতের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ পাওয়া যায়নি। তবে এদিনও নতুন করে তাঁর মেয়ের একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে৷ ২০১৪ সালের ২৫ নভেম্বর একই দিনে মেয়ের নামে ১০ টি কোম্পানি তৈরি করা হয়েছিল৷ যে কোম্পানির টাকার অঙ্ক প্রায় কয়েক’শো কোটি৷ স্বভাবতই, রাতারাতি কিভাবে এই কোম্পানিগুলি গজিয়ে উঠল, এই বিপুল পরিমাণ টাকার উৎস কি, একজন সামান্য স্কুল টিচার হয়ে সুকন্যা কি করে এত কোটি টাকার মালিক হলেন, এই অর্থের পিছনে অনুব্রতের গরু পাচারের টাকা রয়েছে কি না, সেই বিষয়েও সুকন্যাকে জেরা করতে পারেন তদন্তকারীরা৷

- Advertisement -

বস্তুত, গত সপ্তাহের বৃহস্পতিবার আচমকাই অনুব্রতের বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা৷ প্রথমে আটক, পরে গ্রেফতার করা হয় দোর্দন্ডপ্রতাপ নেতাকে৷ তবে গরু পাচার মামলার বিষয়ে অনুব্রত বিশেষ কোনও মুখ খোলেননি বলেই গোয়েন্দা সূত্রের খবর৷ যার ভিত্তিতে গোয়েন্দাদের নজরে, এবার অনুব্রত কন্যা সুকন্যা৷ সুকন্যার সম্পত্তির সূত্রেই অনুব্রতের গরু পাচার সংক্রান্ত আরও তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা৷

আরও পড়ুন: মেজাজি অনুব্রতর মুখ খোলাতে আরও সক্রিয় সিবিআই