bypolls: ফের ভোট রাজ্যে, মার্চের শুরুতেই হতে পারে বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচন

0
73
Up election 2022

খাস ডেস্ক: ফের রাজ্যের দুই কেন্দ্রে ভোটের সম্ভবনা। সবটা ঠিক থাকলে মার্চের শুরুতেই হতে পারে বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচন। এপ্রসঙ্গে আগামী মাসেই বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন।

প্রসঙ্গত, সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মনিপুর ও গোয়া, এই পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে। ভোট ও গণনা শেষ হবে মার্চ মাসে। এরপরই বাংলায় দুই কেন্দ্রে উপ নির্বাচন।

- Advertisement -

আরও পড়ুন-UP Election 2022: ক্ষমতায় থাকতে কিছুই করেনি অথচ এখন লড়াইয়ে নেমেছে, বিরোধীদের চড়া সুরে আক্রমণ যোগীর

জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন বাকি রয়েছে। তাদের মধ্যে একটি বালিগঞ্জ ও অন্যটি আসানসোল লোকসভা কেন্দ্র। এবার সেই দুই উপনির্বাচনই একইসঙ্গে করতে চায় নির্বাচন কমিশন। যার ফলে মার্চ মাসের শুরুতেই তা সেরে ফেলতে চায় নির্বাচন।

উল্লেখ্য, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু গত ৪ নভেম্বর প্রায়ত হন তিনি। এসএসকেএম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফলে সেই আসনটি বিধায়ক শূন্য। অন্যদিকে, আসানসোলে বাবুল সুপ্রিয় সাংসদ পদ ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ফলে সেখানের লোকসভা কেন্দ্রটিও ফাঁকা।