অর্পিতা দাস: জি বাংলার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের রিনির চরিত্রে হয়তো আর দেখা যাবে না অভিনেত্রী মিশমী দাস কে। বিশেষ কিছু কারণে নিজের কাজ ছেড়ে এমনকি কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন মিশমী দাস।
বছরের শুরুতেই গোয়াতে গিয়ে বেশ অসুস্থ হয়ে পড়েন মিশমী। একসঙ্গে চলছে তাঁর দুটি ধারাবাহিকের কাজ, জি বাংলায় এই পথ যদি না শেষ হয় এবং জি টিভিতে রিস্তো কা মাঞ্জা। কিন্তু একটু সুস্থ হয়ে ফিরে আসতে হয় কারণ দুই ধারাবাহিকে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিশমী, তবে এবার বেশ কিছুদিনের জন্য ব্রেক নিতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে মিশমী এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, এই মুহূর্তে দর্শকদের থেকে তিনি খুব ভালোবাসা পাচ্ছেন, দুটি ধারাবাহিকে অভিনয় করার জন্য কয়েকদিন তার ওপর কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে। তবে এই করোনা পরিস্থিতি থেকে জীবন নিয়ে তিনি অনেক শিক্ষা পেয়েছেন, তাই এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। ভবিষ্যতে নতুন অধ্যায় তার জন্য কি অপেক্ষা করছে তিনি জানেন না, তবে আপাতত কিছু দিনের বিরতি নিচ্ছেন মিশমী। পাশাপাশি মিশমী এই কথা জানিয়েছেন, টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং দর্শকেরা তাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক মানুষকে তিনি পাশে পেয়েছেন।
তবে এই সময়টা তিনি একটু নিজের সঙ্গে কাটাতে চান। শুধু টলিউড নয় কলকাতা ছাড়ছেন মিশমী। এ সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও নিজেকে এবার একটু সময় দিতে চাইছেন মিশমী দাস। যোগ ব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন মিশমী। তাই এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে রিনির চরিত্রে অথবা রিস্তো কা মাঞ্জা ধারাবাহিকের টিনার চরিত্রে আর দেখা যাবে না মিশমী। জীবনের নতুন অধ্যায় যেন খুশি থাকতে পারেন জনপ্রিয় অভিনেত্রী মিশমী দাস, টিম খাসখবর এর পক্ষ থেকে রইল সেই শুভকামনা।