সংস্কারের জন্য বন্ধ থাকছে ব্রিজ, ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের

0
126

খাস ডেস্ক: সেতু সংস্কারের জন্য আজ রাত থেকেই যাতায়াত করতে পারবে না সাধারণ মানুশ। বন্ধ থাকবে যান চলাচল। আগামী কয়েকদিন এই ভাবেই চলবে। যে কারণে ভোগান্তির আশঙ্কা করছে আমজনতা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর বিজেপি সরকাররে আট বছরে কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করল কংগ্রেস

- Advertisement -

উত্তর ২৪ পরগনা বাগদা ব্লক ও বনগাঁ ব্লকের মধ্যে সংযোগকারী বাগদা বনগাঁ রাজ্য সড়কের উপরে কোদালিয়া নদীর উপরে আষাঢ়ু ব্রীজের সংস্কার হয়েছিল ২০২০ সালে। সংস্কারের পর সেতুর বর্তমানে কি অবস্থা তা খতিয়ে দেখতে গত বুধবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে বাগদা বিডিও অফিসে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ মে অর্থাৎ আজ থেকে আগামী ৩০ মে সকাল ৬ টা পর্যন্ত ব্রিজে কোনও গাড়ি বা মানুষ যাতায়াত করতে পারবে না। আজ রাত ১২ টার পর থেকেই খতিয়ে দেখার কাজ শুরু হবে।

আরও পড়ুন: Ananya Guha: গাড়ি দুর্ঘটনার পর চারিদিকে ভুয়ো খবর, কেমন আছেন মিঠাইয়ের পিঙ্কি

ব্রিজ বন্ধ থাকার কারণে বাগদা ব্লক থেকে বনগাঁ হাসপাতাল, মহাকুমা শাসকের দফতর সহ একাধিক দপ্তরে যাওয়ার জন্য ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। ফলে স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্রিজ বন্ধ থাকায় যাতায়াতে সমস্যা হবে পাশাপাশি ভোগান্তিও নেহাত কম হবে না।