বিজেপি নেতার বাড়িতে আগুন, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
55

শ্রীরামপুর: রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলছে বিজেপি (BJP) নেতার বাড়ি৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল৷ ঘটনায় অভিযোগের তীর শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ৷

আরও পড়ুন: নগ্ন অবস্থায় উদ্ধার মহিলা, ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ হবু স্বামী ও দেওরের বিরুদ্ধে

- Advertisement -

সিমলা মণ্ডলপাড়ায় বিজেপির এসটি-এসটি মোর্চার মণ্ডল সভাপতি প্রবীর বৈদ্যর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে৷ শুক্রবার রাতে খাওয়া-দাওয়া করে ঘুমোচ্ছিলেন প্রবীর বাবু ও তাঁর পরিবার৷ হঠাৎ ধোঁয়া দেখতে পায় ও পোড়া পোড়া গন্ধ নাকে লাগে তাঁদের৷ এরপরই ঘরের বাইরে বেরিয়ে আসেন তিনি৷

আরও পড়ুন: দিলীপ-শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর আজ নবান্নে মুখোমুখি মমতা-শাহ 

দেখেন, দাউ দাউ করে জ্বলছে আগুন৷ ভষ্মীভূত হয়ে গিয়েছে ঘরের একাংশ আসাবাবপত্র৷ জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন বিজেপি নেতা ও তাঁর পরিবার৷ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন৷ কিন্তু ততক্ষণে সব শেষ৷ অল্পের জন্য রক্ষা পান প্রবীর বাবু ও তাঁর পরিবার৷

আরও পড়ুন: কলকাতায় বোনের বিয়েতে এসে গ্রেফতার Loan App-র প্রতারণাচক্রের মাস্টারমাইন্ড

বিজেপি নেতা প্রবীর বৈদ্যের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতেই আগুন লাগিয়েছে দুষ্কৃতিরা৷ যদিও এই অভিযোগ অস্বকীর করেছে তৃণমূল৷ খবর পেয়ে শনিবার সকালে বিজেপি নেতার বাড়ি যায় পুলিশ৷ খতিয়ে দেখে ঘটনাস্থল৷ তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ৷

আরও পড়ুন: Congress’কে ধন্যবাদ জানানো উচিত, বেকারত্ব নিয়ে BJP’কে আক্রমণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর