তৃণমূলকে ‘বহিরাগত’ ও ‘পচা জিনিস’ বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর

0
77

মালদহ: আর মাত্র কয়েকটা দিন। এরপরেই শুরু হয়ে যাবে বাংলার বিধানসভা নির্বাচন। তাই কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী প্রতিটি রাজনৈতিক দল। কেউই প্রচারে কোনও খামতি বা ফাঁক রাখতে চাইছে না। হাট বাজার, শহর-গ্রামাঞ্চল সব জায়গায় ভোট প্রচার অব‍্যাহত। বৃহস্পতিবার মালদহের চাঁচল-৪৫ নং বিধানসভায় বিজেপির প্রার্থী পদে মনোনীত হয়েছেন চাঁচলের ভূমিপুত্র দীপঙ্কর রাম।

স্থানীয় প্রার্থী হতেই কর্মীদের মধ‍্যে বেড়েছে উচ্ছাস। প্রার্থী ঘোষণার পরে শুক্রবার সকাল থেকেই চাঁচল এলাকার মন্দির-মাজারে পুজো ও প্রার্থনা করতে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। এদিন পাহাড়পুরের চন্ডী মন্ডপ পূজো দেন তিনি। এলাকার বেশ কিছু পীরের মাজার ও মন্দিরেও প্রার্থনা করেছেন তিনি। যেন মানুষের সেবার জন‍্য তিনি কিছু করতে পারেন।

- Advertisement -

তবে এদিন পূজো দিয়ে চাঁচলের তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষকে ‘পচা জিনিস’ এবং ‘বহিরাগত’ বলে কটাক্ষও করেন দীপঙ্কর। মূলত নিহার রঞ্জন আগে ইংলিশ বাজারের বিধায়ক ছিলেন।

দিদি নাকি মালদহ থেকে চাঁচলে পচা আম ছুঁড়ে ফেলেছেন এতে কিন্তু চাঁচলের মানুষ সায় দেবেনা বলে দাবি করেন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। অন্যদিকে, নিহার বাবু জয়ী হলেই চাঁচলে পৌরসভা করার আশ্বাস দিচ্ছেন। পৌরসভা নিয়েই চাঁচল শহরের ভোট প্রচারের মূল ইস‍্যু করছেন তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ। তবে ইতিমধ‍্যে চাঁচলে স্থায়ীভাবে থাকার জন‍্য জমিও খুঁজতে শুরু করেছেন নিহারবাবু।

এই প্রসঙ্গে দীপঙ্কর কটাক্ষ করে বলেন, ”ওই সব পৌরসভা নিয়ে ভাঁওতাবাজি মালদহের মানুষকে শোনাবেন, চাঁচলের মানুষকে নয়। গত দশ বছরে তৃণমূলের সরকার পৌরসভা করতে পারেনি এখানে। আর এখন ভোটের জন‍্য পৌরসভা গড়ার আশ্বাস দিচ্ছেন। মানুষ কোনো কথা শুনবে না। চাঁচলের মানুষ ভূমিপুত্রকেই পাশে নেবে”।

পাশাপাশি চাঁচলে জোট বনাম বিজেপির লড়াই হবে এবার এমনটাই মনে করছে চাঁচলের গেরুয়া শিবির। তৃণমূল তাদের কাছে কোনো ফ‍্যাক্টর নায় এমনটাই জানালেন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।
শনিবার থেকেই জন সংযোগ ও প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এর পাল্টা জবাবে চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ বলেন,”বহিরাগত কথাটা একজন প্রার্থীর মুখে শোভ পায়না। বিজেপির সব কটা নেতা বহিরাগত। দিল্লি থেকে বাংলায় বিজেপির নেতারা ভিড় জমাচ্ছেন। ওখান থেকেই তাঁরা তাঁদের প্রার্থী প্রকাশ করছেন। তাঁরা বহিরাগত নিয়েই বাংলা দখল করতে আসছেন। তাঁদের সাফল‍্য মিলবে না। বাংলার মানুষ বাংলার নিজের মেয়েকেই চায়। চাঁচল আমার স্থানীয় জায়গা। আমিও স্থানীয়, চাঁচলটা মালদহ জেলাতেই পড়ে।”

তিনি জানান, তবে চাঁচলে আমাদের যাঁর সঙ্গেই লড়াই হোক না হোক, চাঁচলের মানুষ তৃণমূলের উন্নয়ন দেখেই গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। এবং বিপুল পরিমাণ ভোটে আমি জয়ী হব। এই বিষয়ে একটু বেশি আশাবাদী নিহার বাবু। এবং জয়ী হয়ে চাঁচলে পৌরসভা গড়বে তৃণমূলই বলে জানান তিনি।

নিহার বলেন, ”দীপঙ্কর রাম চাঁচল বিধানসভা থেকে গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। মানুষকে আশ্বাসও দিয়েছিলেন। এখানে বিজেপি কি কাজ করেছে? বিজেপির কোনো অস্তিত্ব নেই রাজ‍্যে। চাঁচলেও আর থাকবে না।”