সপ্তাহ শেষে বাংলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা(wb temperature)

উত্তর বঙ্গে হালকা বৃষ্টি হতে পারে

0
77
wb temperature

কলকাতা:নির্বাচনের আগে চড়ছে রাজনীতির পারদ। অন্যদিকে বাড়ছে তাপমাত্রাও। এমনকি চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷

গতকাল মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার কলকাতায় সেই তাপমাত্রার তেমন কোনও হেরফ হয়নি৷ তবে উত্তরের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

- Advertisement -

আরও পড়ুনশিব-শক্তির মিলনের দিন, মহাশিবরাত্রির পৌরাণিক তাৎপর্য জেনে নিন

ফাগুনে আগুনের তাপ পেয়েছে বঙ্গ। গ্রীষ্মের ব্যাটিং আগেই নিজেকে যেন ওয়ারমাপ করে নিচ্ছে তাপমাত্রা। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে কেমন হবে ভরা গ্রীস্মের খেলা। একদিকে যেমন রাজনৈতিক শ্লোগান, খেলা হবে মুখে মুখে ঘুরছে। ঠিক সেই রকম নিজের ইচ্ছে মত খেলা দেখাচ্ছে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে তাপমাত্রা চল্লিশের ঘর ছুঁতে পারে। উত্তর বঙ্গে হালকা বৃষ্টি হলেও দক্ষিন বঙ্গকে নিরাশ করেছে আবহাওয়া। দিনের বেলায় যেমন উত্তাপ অনুভব করছে কলকাতার মানুষ, তেমনি শেষ রাতে হালকা একটা চাদর চড়াতে হচ্ছে গায়ে। মোটামুটি দিনে এবং রাতের তাপমাত্রার মধ্যে ফারাক থাকছে প্রায় ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার দিনে তাপমত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সেই তাপমত্রা রাতে ২৩ ডিগ্রির আশেপাশে থাকতে পারে৷ তবে কলকাতায় এবার অন্য বছরের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, গরম লাগলেও আদ্রতার পরিমান অন্যবারের তুলনায় কম। কলকাতাবাসী প্যাচ প্যাচে ঘামে হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে বলে মনে করা হছে।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে আগামী ২৪ ঘনটায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না হলেও দার্জিলিং কালিংপং এর মত জেল গুলিতে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড় হাওয়া বয়ে চলার একটা সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে আবহাওয়া দফতর।