ভগবানপুরে শুভেন্দুর সভাকে কেন্দ্র করে বোমাবাজি, আতঙ্কিত এলাকাবাসী

0
415

নিজস্ব সংবাদদাতা, তমলুক: শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে জনসভা পরই রীতিমতো তৃণমূল ও বিজেপি বোমাবাজিতে উত্তপ্ত ভগবানপুর। রাতেই তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের বোমাবাজি ও মারধরের ঘটনার কেঁপে উঠল গোটা ভগবানপুর। অভিযোগ, তৃণমূলের হামলার ফলে আহত হয়েছেন ১০ জন বিজেপি কর্মী সমর্থক।

রাতেই বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। পাল্টা বিজেপির বিরুদ্ধে বাড়িতে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্বরা। এলাকায় উত্তেজনা থাকায় রীতিমতো পুলিশি টহল চলছে। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন।

- Advertisement -

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য নেতা শমীক ভট্টাচার্য ভগবানপুরে দাড়িমারিতে জনসভা ছিল। তৃণমূলের অভিযোগ, সভাতে যাওয়ার আগেই বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছিড়ে দেয়। পাল্টা অভিযোগ বিজেপির। বিজেপির অভিযোগ, শুভেন্দু অধিকারী জনসভা থেকে ফেরার পথে ভগবানপুর নতুন রাস্তার মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় তৃণমূল। হামলার ফলে গুরুত্বর জখম হয় ১০ জন বিজেপি কর্মী সমর্থকরা। হামলার গুরুত্বর জখম হয় বিজেপি মণ্ডল নেতা রাজু জানা। আহতদের উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। অবস্থায় অবনতি হলে দুজনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে হাজির হয় ভগবানপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কোন রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাতেই আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভগবানপুর থানার বিভিন্ন এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মীর বাড়িতে পৃথক পৃথক বোমাবাজির অভিযোগ উঠে। রীতিমতো আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। ভগবানপুর ১ ব্লকের যুব তৃণমূলের সহ সভাপতি শুভ্রকান্তি বায়েনের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বোমাবাজি ফলে বাড়ির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির বাড়ি ভগবানপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গভীর রাতে বিজেপির ভগবানপুর মণ্ডল সভাপতি স্বপন প্রধানের বাড়িতে বোমাবাজি অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বোমাবাজি ফলে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগের তীর তৃনমূল কংগ্রেস বিরুদ্ধে।

ভগবানপুর ১ পশ্চিম মণ্ডলের বিজেপি সভাপতি স্বপন প্রধান বলেন ” শুভেন্দু অধিকারী জনসভার বাড়ি ফিরে আসি। গভীর রাতে তৃণমূলের লোকেরা বাড়িতে বোমাবাজি করে। এর ফলে বাড়ি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছি। থানায় অভিযোগ জানিয়েছে।

ভগবানপুর ১ ব্লকের তৃণমূল কংগ্রেস যুব সহ সভাপতি শুভ্রকান্তি বায়েন বলেন ” বিজেপি দলীয় পতাকা লাগানোর নামে তৃণমূল কংগ্রেসের ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। এনিয়ে আমরা আগেই পুলিশকে জানিয়েছি। রাতেই আমার বাড়ি লক্ষ্য করে একাধিক বোমাবাজি করে। এর ফলে বাড়ি পুরোটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশকে আইনি ব্যবস্থা গ্রহণ জন্য আবেদন জানিয়েছি। ভগবানপুর থানার ওসি ফোন করা হলে তিনি ফোন ধরেনই। তাই কোন প্রতিক্রিয়া জানা যায়নি।