‘বাঙালিরাই বাংলা শাসন করবো’, তৃণমূল নেত্রী সুজাতা

0
113

নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: ‘আমরা বাংলায় থাকি, ‘বাঙালিরাই বাংলা শাসন করবো’। এমন ভাষাতেই সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি সাংসদ পত্নী সুজাতা খাঁ বিজেপিকে নিশান করে বলেন,’আমরা বাংলাকে গুজরাত হতে দেবো না।গুজরাত একদিন বাংলা হবে।এটা আমাদের চ্যালেঞ্জ হোক’। বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন,’আমরা এবার ওদেরকে বলবো, এবার গুজরাতকে বাংলা বানাও।বাংলাকে গুজরাত করতে হবে না’।

হালিশহরে তৃণমূলের জনসভা থেকে তৃণমূল নেত্রী সুজাতা খাঁ বলেন, গুজরাতে উন্নয়ন আমার চোখে পড়েনি। গুজরাতে মহিলাদের অবস্থা শোচনীয়। বাচ্চা কোলে নিয়ে মহিলারা গাড়িতে ঝুলতে ঝুলতে গন্তব্যের পথে চলাফেরা করতে হয়। আমাদের রাজ্যে এসব হয়না। গুজরাতে মহিলাদের কোনও উন্নয়ন হয়নি বলে তোপ দাগেন সুজাতা খাঁ।

- Advertisement -

সোমবার হালিশহর বালিভাড়া সংলগ্ন এলাকার মাঠে তৃণমূল কংগ্রেস জনসভার আয়োজন করে। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুজাতা মণ্ডল খাঁ, নারায়ন গোস্বামী সহ অন্যান্য একাধিক নেতৃত্ব।