ক্ষুদিরাম বিতর্কে জি-ফাইভের বিরুদ্ধে শ্যামনগরে মিছিল বাংলাপক্ষের

0
130

ব্যারাকপুর: অভয় নামক ওয়েব সিরিজে অপরাধী হিসেবে দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামী বঙ্গতনয় ক্ষুদিরাম বসুকে। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে ভারতের বাঙলি জাতীয়তাবাদী সংগঠন বাংলাপক্ষ। সেই আন্দোলনে অংশ হিসেবেই উত্তর ২৪ পরগণা জেলায় মিছিল করল বাংলাপক্ষের সহযোদ্ধারা।

আরও পড়ুন- ‘দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে’, ধোনিকে চিঠিকে মোদীর

- Advertisement -

বুধবার বিকেলে ওই জেলার শ্যামনগর এলাকায় অনুষ্ঠিত হয় ওই মিছিল। শ্যামনগর রেল স্টেশনের পূর্ব দিকে ফিডার রোডে জি-ফাইভের অভয় ওয়েব সিরিজে ক্ষুদিরাম বসুর ছবি অপরাধী হিসেবে ব্যবহার করার প্রতিবাদে মিছিল করে বাংলাপক্ষ। ওই দিন ফিডার রোডের কাউগাছি মোড় থেকে শুরু হয় মিছিল। যা শেষ হয় রেল স্টেশন লাগোয়া চৌরঙ্গী এলাকায়।

অভয় ওয়েব সিরিজে পুরনো ইংরেজ জমানার গল্প দেখানো হচ্ছে না। একবিংশ শতকের গল্প নিয়েই এগোচ্ছে অভয় ওয়েব সিরিজের ঘটনা। আর সেখানেই অপরাধী দেখানো হয়েছে ক্ষুদিরাম বসুকে। ওই ওয়েব সিরিজের দ্বিতীয় এপিসোডের ২৬ মিনিট ৩০ সেকেন্ড থেকে দুই মিনিট সময় ধরে একটি থানার দৃশ্য দেখানো হয়েছে। সেই সময়েই দেখা গিয়েছে অপরাধী ক্ষুদিরাম বসুকে।

আরও পড়ুন- মুকুটমণিপুরে জল ছাড়ল সেচ দফতর, ক্ষতির আশঙ্কা কৃষকদের

ওই থানার দৃশ্যে একজন অপরাধীকে জেরা করতে দেখা গিয়েছে পুলিশকে। থানার পরিবেশ দেখানোর জন্য চেয়ার-টেবিলের পাশাপাশি অপরাধীদের ছবি এবং স্কেচ টাঙানো রয়েছে এমন কিছু ছবিও দেখানো হয়েছে ওই দৃশ্যে। যেমন থানাগুলিতে থেকে থাকে। সেখানেই দেখা গিয়েছে যে অপরাধীদের তালিকায় জায়গা দেওয়া হয়েছে শহিদ ক্ষুদিরাম বসুকে। একটি স্কেচ টাঙানো রয়েছে ক্ষুদিরামের।

এই বিষয়টি নিয়ে জি-ফাইভ কর্তৃপক্ষকে আক্রমন করেছিল ভারতের বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলাপক্ষ। যা নিয়ে জি-ফাইভকে উদ্দেশ্য করে টুইট করেন বাংলাপক্ষের এতা কৌশিক মাইতি। যার জবাবেই ‘নিঃশর্ত’ ক্ষমা চাওয়ার কথা বলেছে জি-ফাইভ। এই অবস্থায় কৌশিকবাবু বলেছেন, “ক্ষুদিরাম বসু বাঙালির আদর্শ এবং স্বাধীনতা সংগ্রামে শহিদ। টুইটারে ক্ষমা চাইলে হবে না। প্রেস বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চাইতে হবে।” ইতিমধ্যেই জি-ফাইভ কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কৌশিক মাইতি।

আরও পড়ুন- ইসলামের পরিপন্থী হওয়ায় মোবাইল-টিভি ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলার গ্রামে

এই অবস্থায় ওয়েব সিরিজ অভয়-এর ওই বিতর্কিত অংশ ‘ব্লার’ করে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে জি-ফাইভ। সেই সঙ্গে তাঁরা আরও জানিয়েছে যে খুব শীঘ্রই সবকিছু ঠিক করে ওই ওয়েব সিরিজের সম্প্রচার শুরু করা হবে। এই ভুলের জন্য ‘নিঃশর্ত’ ক্ষমা চেয়ে নিয়েছে জি-ফাইভ কর্তৃপক্ষ।