সম্পত্তির লোভে জন্মদাতাদের খুনের চেষ্টা, তদন্তে পুলিশ

0
57

ত্রিপুরা: সম্পত্তির লোভে মা-বাবাকে প্রাণে মারার হুমকি। অভিযুক্ত পুত্র এবং পুত্রবধূকে গ্রেফতার করল ত্রিপুরা মধুপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা কমলাসাগর বিধানসভা মধুপুর থানার অন্তর্গত অরবিন্দনগর পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তরা হলেন কর্ণজিৎ ভৌমিক, তাঁর স্ত্রী সুনতি ভৌমিক।

সূত্রের খবর, গত কয়েক বছর ধরে সম্পত্তির লোভে বৃদ্ধ মা,বাবার উপর অকথ্য অত্যাচার করছিল তাঁর ছেলে এবং তাঁর স্ত্রী। একটা সময়, মা-বাবাকে প্রাণে মারার চেষ্টা করে শেষ পর্যন্ত দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন কর্নজিৎ ভৌমিকের বোন পূর্ণিমা ভৌমিক। অরবিন্দ নগর এলাকায় কেশব ভৌমিকের পৈতৃক সম্পত্তি রয়েছে। সম্পত্তির দিকে লোভ পড়েছে তাঁর ছেলের।

- Advertisement -

আরও পড়ুন: মালদহ নাবালিকা ধর্ষণকাণ্ডে উঠে এল নয়া মোড়

বলপূর্বক সেই জায়গাটি দখল করার চেষ্টা চালায়। তার বৃদ্ধ মা ও বাবাকে প্রাণে মারারও চেষ্টা করেন। অভিযুক্ত কর্ণজিৎ ভৌমিক ও তার স্ত্রী সুনতি ভৌমিকের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করে তাঁর বোন পূর্ণিমা ভৌমিক। তাদের দু’জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৭/৩২৫/৩০৭/৩৮২বি,৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ । বুধবার দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মহকুমা আদালতে আবেদন করা হয়েছে। যদিও এলাকার পক্ষ থেকে তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।