মণীশের পর এবার বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলা দুষ্কৃতিদের

0
53

নিজস্ব প্রতিনিধি: টিটাগড় শ্যুট আউটে বঙ্গ-বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি৷ এর মাঝেই বঙ্গ-বিজেপির আরেক শীর্ষনেতা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলা চালাল দুষ্কৃতিরা৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে ডায়মন্ড হারবার থেকে দলীয় মিটিং সেরে ফিরছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য৷ হঠাৎই লাঠি, রড, ইঁট নিয়ে তাঁর গাড়িতে আক্রমণ করে একদল দুষ্কৃতি। গাড়ির সামনের কাঁচ জানালার কাঁচ দুষ্কৃতিরা ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও এই আক্রমণে আঘাতের হাত থেকে বেঁচে যান শমীক বাবু।

- Advertisement -

বঙ্গ-বিজেপি মিডিয়া কনভেনর সপ্তর্ষী চৌধুরী ফেসবুকে ঘটনার ভিডিও পোস্ট করে লেখেন, ‘প্রাক্তন বিধায়ক, বিজেপির রাজ্য নেতা মুখপাত্র শমীক ভট্টাচার্যের উপরে আজ অতর্কিত আক্রমণ করে দুষ্কৃতীরা । পার্টির এক অনুষ্ঠান থেকে ফেরার সময় দুষ্কৃতিকারীরা তার ওপরে আক্রমণ করে। শামীকদার মোবাইল ফোন , সোনার হার, টাকাপয়সা ছিনিয়ে নেওয়া হয়। কোন গণতন্ত্রে আমরা রয়েছি পশ্চিমবঙ্গে?’