স্বল্প বেতনেও ‘অজানা’ কারণে কাটা হচ্ছে টাকা, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি আশাকর্মীদের

0
28

খাস ডেস্ক: অল্প বেতন, টাকা কেটে নেওয়া হচ্ছে, নিয়মিত বেতন আসছে না, এনিয়ে আগেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। সেইমতই বুধবার কর্মবিরতি পালন করেন তাঁরা। এদিন কালচিনি ব্লকে স্বাস্থ্য আধিকারিকদের দফতরে প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখায়।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলের জেলা সভাপতি

- Advertisement -

আশাকর্মীদের তরফে জানানো হয়েছে, ‘বেতন দিয়ে সংসার চালানো খুবই মুশকিল। তাও সময়মত টাকা অ্যাকাউন্টে আসছে না। কখনও কখনও আবার টাকা কেটে নেওয়া হচ্ছে কিন্তু তার কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি।’ আরও বলেন, ‘আগে উৎসাহ ভাতা একসঙ্গে দেওয়া হত কিন্তু এখন আট দফায় দেওয়া হচ্ছে। ৫০-১০০ টাকা করে কারও কারও অ্যাকাউন্টে ঢুকছে।’ তাই এই উৎসাহ ভাতার টাকা একসঙ্গে দেওয়ার দাবিও জানিয়েছে তাঁরা। এদিনও বিক্ষোভকারী আশাকর্মীরা ফের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘দাবি না মানলে আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আকার ধারণ করবে।’

আরও পড়ুন: আগামী ২৫ বছরে দেশবাসী কোন সংকল্প পূরণ করলে ভারত বিশ্বগুরু হয়ে উঠবে জানলেন অমিত শাহ

উল্লেখ্য, গত ২৯ জুলাই হাওড়ায় বিক্ষোভ দেখায় আশাকর্মীরা। ওইদিন তাঁরা জানিয়েছিলেন, ‘করোনা অতিমারির সময় থেকে বহু ধরণের কাজ করে চলেছেন। এরজন্য বিভিন্ন মহল থেকে কাজের প্রশংসা পেলেও উপযুক্ত পারিশ্রমিক তাঁরা পাচ্ছেন না। এমনকি অতিরিক্ত কাজের জন্য কোনও অতিরিক্ত পারিশ্রমিকও তাঁদের নেই। ভ্যাকসিন ডিউটি, খেলা, মেলা কিছুতেই তাঁদের ছাড় নেই। বহুক্ষেত্রে পারিশ্রমিক বরাদ্দ থাকলেও তা ঠিকমতো পাওয়া যায় না। অথচ এনএইচইউএম এর কোটি কোটি টাকা ফেরত চলে যাচ্ছে বলেও খবর এসেছে তাঁদের কাছে।’