চাকরির প্রতিশ্রুতির অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষিকা, পলাতক পার্থ ঘনিষ্ঠ

0
51

বালুরঘাট: শিক্ষক দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর একের পর এক নেতাদের নাম উঠে এসেছে৷ যারা কি না চাকরির নামে টাকা নিয়েছে৷ আর এবার সেই একই অভিযোগ উঠল এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে৷ গ্রেফতার করা হল তাকে৷ বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর যোগমায়া এলাকার ঘটনা৷

অভিযুক্ত শিক্ষিকার নম সোমা মণ্ডল৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে৷ বালুরঘাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আর এক অভিযুক্ত তথা ওই শিক্ষিকার স্বঘোষিত তৃণমূল নেতা স্বামী বিপ্লব মণ্ডল পলাতক৷ তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

- Advertisement -

সোমা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর যোগমায়া এলাকার একাধিক মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন৷ মূলত তিনি প্রত্যেককে তৃণমূল নেতা এবং তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই নিজেকে পরিচয় দিয়েছিলন৷

টাকা দিয়েও চাকরি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী৷ টাকা ফেরতের দাবি তোলেন তাঁরা৷ কিন্তু তাঁদের সেই টাকা ফেরত দেয়নি বিপ্লব৷ এরপর এলাকার কয়েকজন প্রতারিতরা পুলিশের দ্বারস্থ হন৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ৷ অন্যদিকে, বিপ্লব মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা৷

ঘটনাস্থলে পুলিশ এসে স্ত্রী সোমা মণ্ডলকে গ্রেফতার করে৷ অন্যদিকে, তার স্বামী বিপ্লব মণ্ডল পলাতক৷ তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷ পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখছে৷ প্রতারিতদের থেকে টাকা লেনদেনের বিষয়টাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ৷ তৃণমূল নেতা ও স্কুল শিক্ষিকার এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷