মানিক সরকারের বক্তব্যের অপব্যাখ্যা সংবাদ মাধ্যমের অভিযোগ সিপিএম এর 

0
55

আগরতলা : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকারের বক্তব্য বিকৃত করার অভিযোগ উঠল জনৈক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। ত্রিপুরা সিপিএম এর ফেসবুক পেজ থেকে সরাসরি ভাবে সেই সংবাদ মাধ্যমের নাম করে আজ সকালে প্রতিবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে অবস্থানে এসএফআই

- Advertisement -

প্রসঙ্গত গত রবিবার রাখী বন্ধনের দিন, দলের যুব সংগঠনের অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিতে গিয়েছিলেন মানিক সরকার। সেই অনুষ্ঠান থেকে মানিক সরকার যখন বেরিয়ে আসছিলেন, তখন তাকে সাংবাদিকরা দুটি প্রশ্ন করেন, তার মধ্যেই একটি প্রশ্ন ছিল, বিজেপি বিধায়ক অরুণ ভৌমিকের তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে একটি মন্তব্যকে নিয়ে। মানিক সরকার অন্য প্রশ্নটির উত্তর দিলেও তৃণমূল সংক্রান্ত প্রশ্নের উত্তর দেননি। প্রথম প্রশ্নটির উত্তরে মানিক সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দ্যেশ্যে বলেন, “সাহস আছে, মাথা নত করছেনা,তাদের স্বাগত জানাই”।

আরও পড়ুন : অ্যাকাউন্ট ফেরতের পরেও টুইটার বয়কট রাহুলের

সিপিএম নেতৃত্বের অভিযোগ মানিক বাবুর সরকারি কর্মচারীদের উদ্দ্যেশ্যে করা মন্তব্যকে জনৈক বৈদ্যুতিন সংবাদ মাধ্যম তৃণমূলের উদ্দ্যেশ্যে করা মন্তব্য বলে প্রচার করে। এই বক্তব্য শুনে বামপন্থী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। সিপিএম নেতৃত্বর একাংশের আরও অভিযোগ এক শ্রেণীর সংবাদমাধ্যম ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগে জনগণের সামনে এক ধরণের বাইনারী গঠনের চেষ্টা করছে।

আরও পড়ুন : আইএসএফ এর সঙ্গে জোট ভুল ছিল, মানল আলিমুদ্দিন 

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মানিক সরকারের বক্তব্যের ব্যাখ্যার একটু এদিক ওদিক হলে তা ত্রিপুরার রাজনৈতিক সমীকরণের বদল ঘটিয়ে দিতে পারে, তা ভালই বোঝে সিপিএম। তাই মানিক সরকারের বক্তব্যের অপব্যাখ্যা হলে তা তারা কোন ভাবেই ভাল ভাবে নেবে না।