নির্বাচনের আগে তৎপর তৃণমূল, অভিষেকের নির্দেশে পদত্যাগ পঞ্চায়েত প্রধানের

0
168
Abhishek Banerjee

নিজস্ব সংবাদদাতা, তমলুক: বছর শেষে ফিরে তাকালে দেখা যায় এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতি ফাঁস হয়েছে ২০২২-এ৷ এর মধ্যে থেকে নিজেদের জায়গা টিকিয়ে রাখতে কোনো রকম দুর্নীতিকে আর প্রশ্রয় দিচ্ছে না দল৷ সোজা নিজের পদ থেকে পদত্যাগের নির্দেশ দিচ্ছে ঘাষফুল শিবির৷

এরকমই একটি ঘটনা প্রকাশ্যে এল তমলুকের৷ তার মধ্যে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন৷ তাই তার আগে দুর্নীতিবাজদের বের করে ঢেলে সাজাচ্ছে দল৷ দুর্নীতির অভিযোগ ওঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আহমেদ।

- Advertisement -

মঙ্গলবার রাতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে প্রধানের পদ থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যে বুধবার সকালে প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আহমেদ। দাপুটে তৃণমূল নেতা প্রধানের পদ থেকে পদত্যাগকে ঘিরে রীতিমতো রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে৷

ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি৷ উল্লেখ্য, ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে জনসভা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে পদত্যাগ করা নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই নির্দেশ কার্যকর হয়।

সেই সভা মঞ্চ থেকে তিনি বলেছিলেন, ‘‘কোন দাদা বা দিদিকে দেখে প্রধান নয়, জনগণ চাইলেই নির্বাচনে দাঁড়াতে পারবেন। ঠিকাদারি করলে তৃণমূল করা যাবে না।’’ এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আহমেদ বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে।

সেই অভিযোগ খতিয়ে দেখে সত্যতা প্রমাণিত হয়। এরপর মঙ্গলবার গভীর রাতে ইমেলই মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেন অবিলম্বে প্রধানের পদ থেকে পদত্যাগ করতে হবে। তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পীযুষ কান্তি ভূঁইয়া বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি৷’’

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধান সেলিম আহমেদকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেস ভালো সাজার চেষ্টা করছে৷ এসব করে কিছু হবে না। পঞ্চায়েত নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে৷’’