গ্রাহকদের সুবিধার্থে মালদহে রবিবারও খোলা থাকল আধার সেবা কেন্দ্র

0
71

নিজস্ব সংবাদদাতা, মালদহ: গ্রাহকদের সুবিধার্থে রবিবার ছুটির দিনেও খোলা রাখা হল আধার সেবা কেন্দ্র। জীবনে চলার পথে প্রত্যেক মানুষেরই এখন প্রয়োজন আধার কার্ড। কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু মানুষের কাছে নেই আধার কার্ড বা অনেকের আধার কার্ডে ভুলভ্রান্তিতে ভরা।

সেই সমস্ত মানুষদের সুবিধার্থে মালদহ জেলা গ্রামোন্নয়ন ভবনের নিচে খোলা হয়েছিল আধার সেবা কেন্দ্র। মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় দীর্ঘ লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল সেই আধার সেবা কেন্দ্র।

- Advertisement -

লকডাউন ওঠার পর মাঝে আধার সেবা খুললেও আবার করোনা সংক্রমণ বাড়তে থাকায় সপ্তাহে দুইদিন রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউনের কথা ঘোষণা করা হয়৷ ঘনঘন লকডাউনে আধার সেবা কেন্দ্র বন্ধ থাকায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল মালদাবাসী।

তাই যাতে জনসাধারণ আধার পরিষেবা থেকে কোন রকম অসুবিধায় না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই রবিবারেও আধার সেবা কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালদহ জেলা প্রশাসন।

তবে করোনা ভাইরাস মোকাবিলায় আধার সেবা কেন্দ্রের ভিতরে ঢোকার আগে প্রত্যেককে থার্মাল স্ক্রিনিং করে হাতে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে তারপরেই প্রবেশ করানো হয়েছে ভিতরে। প্রশাসনের তরফ থেকে রবিবার ছুটির দিনেও গ্রাহকদের সুবিধার্থে পরিষেবা দেওয়ায় খুশি মালদাবাসী।