বোমার আঘাতে আহত আইএসএফ কর্মী সহ দুবরাজপুরের যুবক

0
152

খাসখবর ডেস্ক: একুশের নির্বাচনে শনিবার রাজ্যে চতুর্থ দফার ভোট৷ তার আগে রাজ্যে বোমা বিস্ফোরণে আহত হল দুযুবক৷ আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ প্রথম ঘটনাটি উত্তর ২৪ পরগণার হাড়োয়ার৷ দ্বিতীয়টি বীরভূমের দুবরাজপুরের৷ উভয় ঘটনাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন উত্তর ২৪ পরগণার বসিরহাটের হাওড়োয়ার এক আইএসএফ কর্মী৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ৷ বোমার আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন ওই কর্মী৷ স্থানীয়রা তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷

- Advertisement -

বর্তমানে গুরুতর আহত আইএসএফ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন৷ কে বা কারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে তা বুঝে উঠতে পারছেন না আহতের পরিবার ও এলাকাবাসীরা৷ তবে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে আক্রান্তের পরিবারের সদস্যরা৷

অন্যদিকে, বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রামের বাসিন্দা এক যুবক বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে ছিলেন৷ পরিবারের দাবি, রাতের দিকে তাঁকে ডেকে নিয়ে যায় ওই যুবকের কিছু বন্ধুবান্ধব৷ তারপর গভীর রাত পর্যন্ত তিনি আর বাড়ি ফেরেননি৷ এদিন রাতেই পরিবারের সদস্যরা তাঁকে খোঁজ করে৷ কিন্তু তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি৷

এরপর শুক্রবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন৷ তড়িঘড়ি খবর দেওয়া স্থানীয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তিনি সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে বোমা বাঁধার জন্য অজয় নদের চড়ে বাঁশবাগানে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন যুবক৷ সেখানেই উপস্থিত ছিলেন ওই যুবক৷ বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়৷ ওই বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি৷ তবে তাঁর সঙ্গে আর কে বা কারা ছিল তা এখনও জানা যায়নি৷ সেই সঙ্গে এই ঘটনায় কোনো রাজনৈতিক দলের যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷