তিলোত্তমার ব্যস্ত সকালে ব্যাহত ট্রেন চলাচল

0
69

কলকাতা: তিলোত্তমায় সব থেকে ব্যস্ত রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম শিয়ালদহ৷ প্রায় সারাদিনই প্রায় কয়েক হাজার যাত্রীর আনাগোনা থাকে৷ বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ ট্রেনে বিভ্রাট দেখা দেয়৷ অফিস টাইমে ট্রেন চলাচল ব্যাহতের কারণে সমস্যায় পড়তে যাত্রীদের৷

জানা গিয়েছে, সিগন্যালের সমস্যার কারণে শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়৷ প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে সম্পূর্ণ বন্ধ ছিল পরিষেবা৷ রেল কর্তৃপক্ষের তৎপরতায় এক ঘণ্টার পর আংশিক চালু করা গিয়েছে ট্রেন পরিষেবা৷

- Advertisement -

কর্মরত সকলেরই নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে ঢুকতে হয়৷ সেই সময় ট্রেন বন্ধের কারণে বেজায় সমস্যায় পড়তে হয় অফিস থেকে নিত্যযাত্রীদের৷ দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে সিগন্যালে সমস্যা থাকার কারণে এদিন সকাল ৮টা নাগাদ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷

আপ এবং ডাউন দুই দিকেই ট্রেন চলাচল ব্যাহত হয়ে যায়৷ যার ফলে সোনারপুর, ক্যানিং, বারুইপুর, ডায়মন্ডহারবার, লক্ষীকান্তপুর, নামখানা এবং বজবজ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়৷ প্রায় প্রতিটি স্টেশনেই বহু যাত্রীর ভিড় জমে গিয়েছে৷ আটকে বহু ট্রেন৷ রেলের পদস্থ আধিকারিক ও টেকনিশিয়ানরা দ্রুত সিগন্যাল ব্যবস্থায় কাজ করছে৷

সকাল ৯ টার পর আংশিক পরিষেবা চালু করা গেলেও তা পর্যাপ্ত নয়৷ শনিবার শহরতলির দক্ষিণে বেশ কিছু বিধানসভা এলাকার ভোট৷ এদিন সাতসকালে ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন ভোটকর্মীরাও৷ গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়ছেন তাঁরাও৷

এদিকে ভোটের কারণে তিলোত্তমায় এখন বাসের সংখ্যাও অনেক কমে গিয়েছে৷ একদিকে ট্রেন বন্ধ অন্যদিকে বাসের সংখ্যা কম৷ সব মিলিয়ে যাত্রীদের অবস্থা একেবারে নাজেহাল অবস্থা৷ অনেক যাত্রী এখনও স্টেশনে অপেক্ষা করছে৷ অন্যদিকে, অটো চালকরাও ভাড়া হাকাচ্ছে দেদার৷