মুদি দোকানে পুলিশ তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ, গ্রেফতার মহিলা

0
50

বারুইপুর: দোকানটি সাজানো নিত্য সামগ্রী জিনিস দিয়ে৷ থরে থরে রাখা আটা, চাল, ডাল, বিস্কুট সহ নানা দ্রব্য৷ সেই দোকানে তল্লাশি চালায় পুলিশ৷ ঘটনায় পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়৷ গ্রেফতার করে ওই মহিলা ব্যবসায়ীকে৷ কিন্তু কি এমন ছিল ওই দোকানে? যার জন্য ওই মহিলাকে গ্রেফতার করতে হয়৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা যায়, বারুইপুর থানা অন্তগর্ত পিয়ালী স্টেশন এলাকায় এক মহিলার মুদির দোকান৷ ওই দোকানের আড়ালে তিনি মদ (Alcohol) বিক্রি করত বলে অভিযোগ ওঠে৷ সেই খবর দীর্ঘদিন ধরে বারুইপুর থানার পুলিশের কাছে আসছিল৷ তাঁরা অপেক্ষা করছিল সঠিক সময়ের৷ এরপরই নড়েচড়ে বসে পুলিশ৷

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার পর প্রথম চুল-দাড়ি কেটে নতুন রুপে Rahul Gandhi, স্টাইল দেখে মুগ্ধ নেটিজেনরা

হানা দেয় ওই মুদির দোকানে৷ দোকানে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের৷ দেখা যায়, দোকানের পিছনের দিকে রাখা আছে পেটি পেটি মদ৷ উদ্ধার করে মদের পেটিগুলি৷ গ্রেফতার করে ওই মহিলা ব্যবসায়ীকে৷ বাজেয়াপ্ত করে ওই মদের বোতলগুলি৷

আরও পড়ুন: মালগাড়ির সঙ্গে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্ততঃ ৩০

বারুইপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত গৃহবধূর নাম সুপর্ণা ঘোষ৷ উদ্ধার হওয়া বিদেশি মদের বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা৷ প্রাথমিকভাবে অনুমান আগামী দোলের সময় বিক্রির জন্যই বিপুল পরিমাণে বিদেশি মদ মজুত করেছিল সুপর্ণা ঘোষ৷ ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ৷

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor