বিস্ফোরণে ফাটল ১৯টি বাড়িতে

0
36

দুর্গাপুর: কয়লা উত্তোলনের সময় আচমকাই বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের পরিমাণ তীব্র থাকায় দেখা দিয়েছে একাধিক বাড়িতে ফাটল৷ প্রায় ১৯টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ ঘটনাস্থল দুর্গাপুর ফরিদপুর ব্লকের শিরষা গ্রাম৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ফরিদপুর ব্লকের শিরষা গ্রামে কয়েকদিন ধরে রাষ্ট্রায়ত্ত্ব ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খনি গহ্বর থেকে কয়লা উত্তোলনের কাজ চলছে৷ কাজ চলাকালীন মাটির নীচে বিস্ফোরণ হয়৷ যার জেরে গোটা এলাকায় কম্পন তৈরি হয়৷

- Advertisement -

বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন আগে রাজ্য সরকার পাট্টা দেয় তাঁদের৷ সেই জমিতেই বাড়ি বানিয়ে বাস করছেন এলাকার বেশ কিছু পরিবার৷ লাউদোহা গ্রাম পঞ্চায়েত সদস্য লতিকা সাহাও ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করেন৷ তাঁর দাবি, কয়লা উত্তোলনের ফলে বাড়িগুলিতে ফাটল ধরছে৷ কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই ইসিএল কর্তৃপক্ষের৷

ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা৷ তাঁদের অভিযোগ, ফাটলের বিষয়টি জানানো সত্ত্বেও কোনও গুরুত্ব দেয় না ইসিএল কর্তৃপক্ষ৷ আতঙ্কে এখন এলাকাবাসীরা বাড়ির বাইরে রাত কাটাচ্ছে৷ তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন শিরষা গ্রামের বাসিন্দারা৷