Weather update: আজও কি ঝড়-বৃষ্টির দেখা মিলবে, জানুন আবহাওয়ার পূর্বাভাস…

0
2743
weather update

খাস ডেস্ক: মুহূর্তের মধ্যেই রাজ্যের আবহাওয়াতে বদল এসেছে! টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও একাধিক জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আগামীকাল, অর্থাৎ বুধবার থেকে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায় এবং আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে ঝোড়ো হাওয়া।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: মঙ্গলে বড়সড় বিপদের সম্মুখীন হতে চলছে এই রাশিগুলি, জানুন রাশিফল

এদিকে, সকাল থেকেই কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের তাপের পাশাপাশি সামান্য তাপমাত্রা ও বেড়েছে। যদিও বেশ কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট লক্ষ্য করা গিয়েছিল। আর এর মাঝেই ফের নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আগামী ৩০ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ভারতের উত্তর-পূর্বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বের একাধিক রাজ্যে কমলা সতর্কতা জারি করেছে হওয়া অফিস। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।