Weather update: চলবে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

0
104
weather

খাস ডেস্ক: গভীর নিম্নচাপে পরিণত হয়ছিল অশনি। যার খুব একটা প্রভাব পড়বে না বাংলায়। যদিও গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। তবে আজ সারাদিন বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই ঝড় বৃষ্টি এখন কয়েকদিন চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জানাল হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ারের দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: রবিতে কোন পাঁচ রাশির ভাগ্যে রয়েছে উন্নতির যোগ, দেখে নিন আপনার রাশিফল

এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী ১৬ তারিখের পর থেকে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়বে তারপর থেকে তাপমাত্রা তেমন আর বাড়বে না।

প্রসঙ্গত, অশনির প্রভাবে রাজ্যজুড়ে একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছিল। শুধু তাই নয়, উপকূলবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। আজ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সর্তকতা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর।