Weather update: দিনে গরম-রাতে ঠাণ্ডা, জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

0
1584
weather update

খাস ডেস্ক: প্রেমের মরশুমে উধাও শীত। রীতিমত তাপমাত্রা বাড়ছে কলকাতার তাপমাত্রা। যদিও হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে কলকাতার তাপমাত্রা এবার বাড়তে শুরু করবে। আর সেই মতেই চড়তে শুরু করে তাপমাত্রার পারদ। বিশেষ করে উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেক টাই বেড়ে গিয়েছে। কিন্তু আবারও কি রাজ্যে শীত ফেরার সম্ভাবনা রয়েছে? এপ্রসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের ফিরে আসার সম্ভাবনা নেই। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সেরকম কোনও সম্ভাবনা নেই। কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং আগামী তিন দিন দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি দার্জিলিং ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টায়।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: ছুটির দিনে আর্থিক দিক থেকে সুফল আসবে এই রাশিগুলির জীবনে, জানুন রাশিফল

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দুই বঙ্গেই মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। কলকাতার ক্ষেত্রে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

আজ, কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে প্রধানত ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। দুই বঙ্গ মিলিয়ে বেশ কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।