ধেয়ে আসছে ঘূর্ণিঝড় Alex, একাধিক দেশে ভয়ংকর তাণ্ডবের আশঙ্কা 

0
374
File Photo

খাস ডেস্ক: ফের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে চলেছে গোটা বিশ্ব। একাধিক দেশ এই ভয়াবহ ঘূর্ণিঝড় এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বছরের শুরুতেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে আবহাওয়া দফতর। গোটা বিশ্বে ঘূর্ণিঝড় অ্যালেক্স নামে চিনবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ঝড় টি তৈরি হচ্ছে আমেরিকার উপকূল অঞ্চলে। যা শক্তি বাড়িয়ে জল পথ ধরে একাধিক দেশের ওপর আছড়ে পড়তে পারে। শুধু তাই নয় এই ভয়ানক ঘূর্ণিঝড় অ্যালেক্সের প্রভাবে তছনছ হতে পারে বারমুড়া। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় প্রায় ৭০ মাইল অর্থাৎ ১১০ কিলোমিটার।

- Advertisement -

দফতর সূত্রের খবর, বর্তমানে এই ঝড়ের অবস্থান রয়েছে বারমুডা থেকে ৩৯৫ কিলোমিটার দূরে। এই বারমুড়াতেই ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী রবিবার,অর্থাৎ ১২ জুন এটি আছড়ে পড়তে পারে বারমুড়া উপকূলে। রবিবার ল্যান্ডফল না হলে সোমবারে ভোরের মধ্যে ঝড় প্রবেশ করবে স্থলভাগে।