ভার্চুয়ালে শপথ নিলেন তিন মন্ত্রী অমিত, ব্রাত্য ও রথীন ঘোষ

0
206

কলকাতা: ২০২১ বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছে মমতা সরকার৷ ৪৩ জন মন্ত্রীর মধ্যে আজ রাজভবনে ৪০ জন মন্ত্রী শপথ নিলেন৷বাকি ৩ জন ভার্চুয়ালে শপথ নিলেন৷ এরা হলেন অমিত মিত্র এবং করোনা আক্রান্ত হওয়ায় ব্রাত্য বসু৷ এবং রথীন ঘোষ৷

সকাল পৌনে ১১টায় রাজভবনে একান্ত অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য। তার মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী। তাঁরা সকলেই শপথ নিলেন একসঙ্গে।স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আছেন ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন।

- Advertisement -

করোনা আবহে মাত্র সাত মিনিটের মধ্যে শপথগ্রহণ পর্ব শেষ হয়।একসঙ্গে শপথ নিলেন পূর্ণ মন্ত্রীরা। একসঙ্গে শপথ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের। একসঙ্গে শপথ প্রতিমন্ত্রীদের।

রাজভবনে শপথ গ্রহণের পরই মন্ত্রীরা সবাই নবান্নে পৌঁছে গিয়েছেন৷ সেখানে চলছে নতুন মন্ত্রিসভার বৈঠক৷সূত্রের খবর,এই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন কে কোন দফতর সামলাবেন৷

মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ জানিয়েছেন, খুবই ভালো লাগছে মুখ্যমন্ত্রী তার ওপরে আস্থা রেখেছেন । মন্ত্রীত্ব যে কাজই আমাকে দেওয়া হোক না কেন সেই কাজই ভালো ভাবে করার চেষ্টা করব । আমার উঁচু মাথাকে আরো উঁচু করব৷

একনজরে তৃণমূলের মন্ত্রীসভা-

ক্যাবিনেট মন্ত্রী-

১) সুব্রত মুখোপাধ্যায়
২) পার্থ চট্টোপাধ্যায়
৩) অমিত মিত্র
৪) সাধন পান্ডে
৫) জ্যোতিপ্রিয় মল্লিক
৬) বঙ্কিমচন্দ্র হাজরা
৭) মানস ভুঁইয়া
৮) সৌমেন মহাপাত্র
৯) মলয় ঘটক
১০) অরূপ বিশ্বাস
১১) উজ্জ্বল বিশ্বাস
১২) অরূপ রায়
১৩) রথীন ঘোষ
১৪) ফিরহাদ হাকিম
১৫) চন্দ্রনাথ সিনহা
১৬) শোভনদেব চট্টোপাধ্যায়
১৭) ব্রাত্য বসু
১৮) পুলক রায়
১৯) শশী পাঁজা
২০) মহম্মদ গুলাম রব্বানি
২১) বিপ্লব মিত্র
২২) জাভেদ খান
২৩) স্বপন দেবনাথ
২৪) সিদ্দিকুল্লা চৌধুরী

প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)-

২৫)বেচারাম মান্না
২৬) সুব্রত সাহা
২৭) হুমায়ন কবীর
২৮) অখিল গিরি
২৯) চন্দ্রিমা ভট্টাচার্য
৩০) রত্না দে নাগ
৩১) সন্ধ্যারাণী টুডু
৩২) বুলু চিক বারিক
৩৩) সুজিত বসু
৩৪) ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী-

৩৫) দিলীপ মন্ডল
৩৬) আখরুজ্জামান
৩৭) শিউলি সাহা
৩৮) শ্রীকান্ত মাহাতো
৩৯) ইয়াসমিন সাবিনা
৪০) বীরবাহা হাঁসদা
৪১) জোৎস্না মান্ডি
৪২) পরেশ চন্দ্র অধিকারী
৪৩) মনোজ তিওয়ারি