রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ালেন মমতা, জারি থাকবে বিধি-নিষেধ

0
107

কলকাতা: এপ্রিল মাসের শুরু থেকে রাজ্যে করোনা পরিস্থিতি বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরপর রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাংলায় ১৬ মে থেকে রাজ্যে লকডাউন শুরু হয়। আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এই লকডাউনের মেয়াদ বাড়বে। আগামী ১৫ জুন পর্যন্ত সব লকডাউন বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে

আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান, কেউ এটাকে লকডাউন বলবেন না, এটা বিধিনিষেধ। এই করোনা বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই পুনরায় এই বিধিনিষেধ জারি করা থাকবে। আগের নিয়মই এই লকডাউনে জারি থাকবে।

- Advertisement -

একনজরে জেনে নিনি এই লকডাউন পরিস্থিতিতে কি কি বন্ধ থাকবেঃ

১.বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর খোলা থাকবে।

২. রাজ্যে সমস্ত লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ থাকবে।

৩.সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

৪.মুদির দোকান, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।

৫.মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

৬.জামাকাপড় ও গয়নার দোকান খোলা থাকবে দুপুর ১২টো থেকে ৩টে পর্যন্ত।

৭.চশমার দোকান, ওষুধের দোকান খোলা থাকবে

৮.কমার্স ও হোম ডেলিভারিতে ছাড়।

৯.শপিং মল, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তরাঁ, স্পা, বিউটি পার্লার বন্ধ থাকবে।

১০.জুট শিল্প খোলা থাকবে তবে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে

১১. বাগানে ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ হবে।

১২.চিড়িয়াখানা, পার্ক বন্ধ থাকবে।

১৩.বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের উপস্থিতিতে ছাড়।

১৪.সৎকারে ২০ জনের বেশি কেই উপস্থিত থাকবেনা।

১৫.সব ধরনের জমায়েত বন্ধ থাকবে।

শেষ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছেন ১৬ হাজার ২২৫ জন মানুষ। লকডাউন হওয়ার পর প্রতিদিন সংক্রামির রোগীর সংখ্যা খুব কম হয়েছে। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ২৩ হাজার ৩৭৭ জন। আর করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লক্ষ ৭৯ হাজার ৯৯৯ জন মানুষ। এই লকডাউনের ফলে সংক্রমণের সংখ্যা অল্প হলেও কমেছে। করোনার চেন ভাঙতে ফের এই লকডাউন।