সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন তৃনমূল নেতা অতীন রায়

ওনাকে যারা তোষণ করতে পারবেন, ওনার কথায় উঠবে-বসবে ,তাদের সাথে নিয়ে ওনি চলেন

0
573

কলকাতা: তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর ২৪ পরগণা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অতীন রায়৷ তারপরই বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি৷

একান্ত সাক্ষাৎকারে অতীন রায় খাস খবরকে বলেন, প্রায় ৩০ বছর ধরে রাজনীতি করছি৷ ছাত্র অবস্থায় রাজনীতি শুরু করেছি৷ উত্তর ২৪ পরগণার জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি৷ কিন্তু বিগত ৬/ ৭ বছর তৃণমূলে থেকে যেভাবে অপমানিত হচ্ছিলাম,মানুষের কাজ করা তো দূরের কথা, নিজের আত্মসম্মান বজায় রাখাও খুব কঠিন ছিল৷ তাই দম বন্ধ হওয়া পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্যই বিজেপিতে এসেছি৷

- Advertisement -

বিধাননগরের বিধায়ক সুজিত বসুর বিরুদ্ধেই আমাদের জেহাদ, বিগত ৬ বছর ধরে এই অঞ্চলে কাজ করেছি,তা কোন দিনই তার মনোপুত হয়নি৷ ওনাকে যারা তোষণ করতে পারবেন, ওনার কথায় উঠবে-বসবে ,তাদের সাথে নিয়ে ওনি চলেন৷ কোনও রাজনৈতিক ব্যক্তিকে উনি চান না৷ অযোগ্য কর্মীদের ওনি প্রাধান্য দেন৷ তাছাড়া রাজনৈতিক সম্মান ওনার কাছ থেকে আসা করাটাও ভুল৷ যদিও এই বিষয় সুজিত বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

অতীনবাবু বলেন,এতদিন তৃণমূলের হয়ে মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছি৷ এবার বিজেপির কার্যকলাপ মানুষের কাছে তুলে ধরবো৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কাজ হয়েছে,সে কাজগুলো মানুষের কাছে গিয়ে বলবো৷

গত ১০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ঢপের সরকার চলেছে, যে সরকার মিথ্যাবাদী ,শুধু মিথ্যা আর ভাঁওতার মধ্য দিয়ে চলেছে ,সেই মুখোসটা মানুষের সামনে খুলে দেবো৷

অন্যদিকে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন দক্ষিণ দমদমের তিনবারের কাউন্সিলর মৃগাঙ্ক ভট্টাচার্য৷ তিনিও মমতা সরকারকে কটাক্ষ করে বলেন, তৃণমূল হল ভাঁওতাবাজের সরকার, কাটমানির সরকার৷ এই সরকার মানুষের জন্য কোনও কাজ করেনি৷

২০১১ সালে বামফ্রন্ট সরকারকে সরিয়ে, যে কথা বলে তৃণমূল ক্ষমতায় এসেছিল। মানুষের জন্য যে কর্মসংস্থানের কথা বলেছিল,স্বাস্থ্য ব্যবস্থা সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল৷ তা পূরণ করতে পারেনি মমতা সরকার৷