অফিসিয়ালি বাংলা দল ছাড়লেন Wriddhiman Saha

0
73

স্পোর্টস ডেস্ক: বাংলা ছাড়বেন তা প্রায় মনস্থির করেই ফেলেছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। এবার অফিসিয়ালি বাংলা ছাড়লেন ঋদ্ধি। পেয়ে গেলেন এনওসি। শনিবার সিএবিতে এনওসি নিতে গিয়েছিলেন ঋদ্ধিমান। ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন আগেই। এরপর বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে নিয়ে বিতর্ক শুরু হয়। ঋদ্ধির (Wriddhiman Saha) দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস। এরপরই ক্ষুদ্ধ ঋদ্ধি বাংলা দল ছাড়ার কথা বলেছিলেন।

ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে আর খেলতে চান না। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) কাছ থেকে বেশ কয়েকদিন ধরেই শংসাপত্র (এনওসি) চেয়ে আসছিলেন। অবশেষে তা পেয়েও গেলেন। বাংলা ছাড়ার আগে থেকেই ঋদ্ধির কাছে একাধিক অফার আসতে শুরু করে। শোনা গিয়েছিল, এবার ত্রিপুরার হয়ে খেলতে পারেন ঋদ্ধি। ‘প্লেয়ার কাম মেন্টর’ -এর ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

- Advertisement -

আরও পড়ুন: INDW vs SLW :সম্প্রচারিত হবে মহিলাদের ওয়ানডে সিরিজ

 

ত্রিপুরা দলে প্লেয়ার কাম মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে ঋদ্ধিকে। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ঋদ্ধি নিয়ে বিতর্ক কম হয়নি। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বনাম সাংবাদিক বোরিয়া মজুমদার, বেশ কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে এই বিষয় নিয়ে চর্চা হয়েছিল। এই ঘটনায় বিসিসিআইয়ের তরফে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছরের নির্বাসন দেওয়া হয়েছে‌। আপাতত ঋদ্ধি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। এবার কোন দলে খেলতে যান সেটাই দেখার।