
মুম্বই: এই মুহুর্তে করোনার সংক্রমণ একটু কমেছে। দেশজুড়ে টিকাকরণের মাঝেই নানা বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল হয়েছে। শুরু হয়েছে শুটিং কাজ। খুলেছে সিনেমা হলও। আর তাতেই একেবারে প্রাণ ফিরে পেয়েছে অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক, শিল্পী, কলাকুশলীরা।
জোর কদমে শুরু হয়েছে কাজ। তেমনভাবেই গত কয়েকদিন ধরে বলিউড চলচ্চিত্র নির্মাতারাও একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। তাঁদের পেন্ডিং ছবির জন্য মুক্তির তারিখ ঘোষণাও করছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যে সিনেমাহলগুলি পুনরায় চালু করার কথা ঘোষণার পর এটি শুরু হয়েছে।
আরও পড়ুন: করিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিতর্কে জল ঢাললেন কঙ্গনা
আর তা নিয়েই অভিনেত্রী কঙ্গনা রানাউতও ফের নিজের মন্তব্য প্রকাশ করে বিতর্কে সামিল হয়েছেন।সোশ্যাল মিডিয়ায় একটি মিম পোস্ট করে ব্যাক টু ব্যাক ছবি মুক্তির তারিখ ঘোষণার বিষয়ে তিনি নিজের প্রতিক্রিয়া জানাতে এগিয়ে এসেছেন।
এই নিয়ে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কঙ্গনা সেই মিমের ছবিও শেয়ার করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে অনেক লোকজন একটি ভিড় ট্রেনে ওঠার চেষ্টা করছে। সেখানে একদমই জায়গা নেই। এভাবেই তিনি বলিউডের বর্তমান অবস্থার কথা বোঝানোর চেষ্টা করেছেন একপ্রকার কটাক্ষের সুরে।
এই পোস্টে কঙ্গনা লিখেছেন, “বোবা বলিউডবাসীরা কয়েক মাস ধরে ঘুমিয়ে আছে এখন হঠাৎ করে মুক্তির তারিখ ঘোষণা করছে যেন মানুষের কাছে তাঁদের চটকদার চলচ্চিত্র দেখার চেয়ে ভালো কিছু নেই।” কঙ্গনা যে মিম শেয়ার করেছেন তার ক্যাপশন ছিল, “বলিউড আজ মুক্তির তারিখ ঘোষণা করছে …”।
গত কয়েকদিন ধরে, বেশ কয়েকটি বড় চলচ্চিত্র এবং তাদের নির্মাতারা ২০২২ সালের শেষ পর্যন্ত মুক্তির তারিখ ঠিক করে ফেলেছে। ৮৩ থেকে সূর্যবংশী, গণপথ, গত কয়েক মাসে মুক্তির অপেক্ষায় থাকা প্রতিটি ছবি মুক্তির তারিখে শূন্য পেয়েছে।
এদিকে কাজের ফ্রন্টে, কঙ্গনা তাঁর ‘থালাইভি’ চলচ্চিত্রের জন্য দারুণ প্রশংসিত হচ্ছেন। ছবিটি গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নেটফ্লিক্সেও প্রিমিয়ার হয়েছিল। উল্লেখ্য, এ ছাড়াও কঙ্গনাকে শীঘ্রই দেখা যাবে ধকড় এবং তেজস -এ। তিনি তাঁর প্রযোজনায় টিকু ওয়েডস শেরুতেও কাজ শুরু করেছেন। যার প্রধান চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনয় করছেন।