“ওরা বিরাট বড় সমস্যায় পড়ে যাবে”, মুম্বই ইন্ডিয়ান্সকে সতর্ক করলেন জাফর

0
30

বিশ্বদীপ ব্যানার্জি: আইপিএল শুরুর আগেই দল গঠন নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে ৫ বারের বিজেতা মুম্বই ইন্ডিয়ান্স। এবারে কাটা ঘায়ে নুনের ছিটের মত মুম্বই পল্টনকে সতর্ক করে দিলেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। তাঁর মতে, একটি বিষয় আসন্ন আইপিএলে ভোগাতে-ই পারে রোহিত শর্মাদের।

আরও পড়ুন: IPL 2023 Retention: নিলামের আগে কোন দলের পার্সে কত থাকল, দেখে নিন

- Advertisement -

সম্প্রতি অস্ট্রেলিয়ার পেসার জেসন ব্যারেনড্রফ মুম্বই শিবিরে যোগ দিয়েছেন। এতে যার পর নাই খুশি জাফর। তাঁর মতে, মুম্বই দলে এমনিতেই বুমরাহ্ এবং আর্চারের মত বিশ্বমানের পেসারের উপস্থিতি। এরই সঙ্গে ব্যারেনড্রফের সংযোজন মুম্বইয়ের পেস অ্যাটাককে দুর্ভেদ্য করে তুলবে। কিন্তু পাশাপাশি জাফর মনে করেন, যদি জোফরা আর্চার যদি খেলতে না পারেন তাহলে মুম্বই বিরাট বড় সমস্যায় পড়ে যেতে পারে। এছাড়া স্পিন বিভাগও ভোগাতে পারে রোহিতদের।

সম্প্রতি এক ক্রিকেটীয় ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জাফর বলেন, “আমি আশা করি, জোফরা আর্চার এখন ফিট। যদি তিনি খেলতে না পারেন তাহলে মুম্বই পল্টন বড়সড়ো সমস্যায় পড়ে যেতেই পারে। জেসন ব্যারেনড্রফ মুম্বইতে যোগ দিয়েছেন। বুমরাহ্, আর্চার আর ব্যারেনড্রফ মিলে মুম্বইয়ের পেস অ্যাটাককে দুর্ভেদ্য করে তুলবে।” যোগ করেন, “এছাড়া রয়েছে আকাশ মাধওয়াল। আমি ওকে উত্তরাখণ্ড থেকে চিনি। দুর্দান্ত প্রতিভা।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মুম্বই ইন্ডিয়ান্সের স্পিন বিভাগ নিয়েও খুব একটা আশাবাদী নন জাফর। তাঁর কথায়, “স্পিন বিভাগে মুম্বই পল্টন খুবই দুর্বল। হৃত্বিক শোকিন কয়েকটি ম্যাচ খেলেছেন ঠিকই কিন্তু একজন অফ-স্পিনার হিসেবে ওয়াংখেড়েতে খেলেন তিনি খুব বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না। কুমার কার্তিকেয় অবশ্য দারুণ করেছিলেন।”