দিয়েগোর ১০ নম্বর জার্সিকে তুলে রাখার ভাবনা শুরু ফুটবলমহলে

0
95

খাসখবর স্পোর্টস ডেস্ক: অনেক বিশেষজ্ঞ, ফুটবল সমালোচক, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবল সমর্থক আর্জেন্টিনার মারাদনাকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গন্য করেন। তিনি ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ে পেলের সাথে যৌথভাবে ছিলেন। এবার তাঁর প্রয়াণের পর মার্সেই দলের ম্যানেজার আন্দ্রে ভিয়া বোয়াস ফিফার কাছে আবেদন করলেন, দিয়েগো আর্মান্দো মারাদোনার সেই দশ নন্বর জার্সিকেও এবার বিশ্রাম দেওয়া হোক।

Maradona - More than a Religon - EssentiallySports

- Advertisement -

নিজের পেশাদার ক্যারিয়ারে মারাদোনা আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। ক্লাব পর্যায়ে তিনি তার নাপোলিতে কাটানো সময়ের জন্য বিখ্যাত, যেখানে তিনি অসংখ্য সম্মাননা জিতেন। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে তিনি ৯১ খেলায় ৩৪ গোল করেন। সর্বত্রই তিনি মাঠ শাসন করেছেন ১০ নম্বর জার্সিতেই।

The last stand of Diego Maradona

সেই জার্সিকেই এবার তুলে রাখা হোক। তা হলেই সম্মান জানানো যাবে ফুটবলের রাজপুত্রকে। মারাদোনার মৃত্যুর পর থেকেই এই দাবি উঠতে শুরু করেছে বিশ্ব্বের ফুটবলমহলে।