ফিফার নির্বাসনের দায় কেন্দ্র সরকারের, বলছেন কুনাল-অধীররা

0
28
supreme-court-ban-aiff-Kunal Ghosh Adhir Ranjan attacks central govt

 

স্পোর্টস ডেস্ক: ফিফার ব্যানের কবলে পড়ে দ্রুত বৈঠক ডাকল এআইএফএফ। বৃহস্পতিবার দুপুরে ৩৬ টি রাজ্য ফুটবল সংস্থাকে নিয়ে দিল্লিতে জরুরি বৈঠক ডাকল এআইএফএফ। এই বৈঠকেই ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ। আগামীকাল বুধবার এআইএফএফ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জানিয়ে দিল, ‘আগামীকাল হবে এআইএফএফ মামলার শুনানি’।

- Advertisement -

এআইএফএফ -কে নির্বাসন নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করলেন মোহনবাগানের সহ সভাপতি কুনাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে কোনও ফুটবলপ্রেমী ভারতবর্ষ এবং বিশেষ করে বাংলার সেখানে যদি ফিফার অপদার্থতা ও গোষ্ঠীবাজি এবং তারপর কেন্দ্র সরকার। ক্রীড়া দফতর কী আঙুল চুষছিল, ক্রীড়া দফতর করছে কী। কী করে এতটা জলঘোলা হল। যদি এরকম একটা দিনে এসে ভারতের ফুটবল আন্তর্জাতিক পর্যায়ে নিষেধাজ্ঞার মুখে পড়ে তার ব্যর্থতা ও অপদার্থতার দায় তো কেন্দ্রীয় সরকার ও ক্রীড়ামন্ত্রককে নিতে হবে। ক্রীড়াদফতর দেখতে পাচ্ছে না সেখানে কী ঘটছে।”

আরও পড়ুন: ম্যাচ খেলা দরকার, বিরাটের বিশ্রাম কী পছন্দ নয় সৌরভেরও

একই কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “এটা আমাদের ক্রীড়া জগতের ব্যর্থতা বলে আমি মনে করি। কমনওয়েলথে আমরা চতুর্থ স্থানে শেষ করলাম, বাহবা নিল মোদীজি। যারা পরিশ্রম করল, মাথার ঘাম পায়ে ফেলে বছরের পর বছর ধরে সংগ্রাম করল লড়াই করল, সেই কৃতিত্ব মোদী নিজেই কেড়ে নিল। এখন ফিফা বাদ দিল ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েনশনলে। এটা কেন্দ্র সরকারের কত বড় একটা ব্যর্থতা তা আপনারা সহজেই বুঝতে পারছেন।”