ক্লেইটনকে এই জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে রেখেছি – কনস্টানটাইন

0
54
happy news for east bengal after corona scare

সব্যসাচী ঘোষ : শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় তুলে আনল ইস্টবেঙ্গল। আর এই জয়ে দারুণ উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইন।

আরও পড়ুন : বর্ষশেষে কলকাতার একাধিক রাস্তায় নিষিদ্ধ যান চলাচল, দেখে নিন তালিকা

- Advertisement -

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে স্টিফেন বলেছেন, “প্রথমত, দলের ছেলেদের অভিনন্দন জানাতে চাই তাদের ৯০ মিনিট ধরে নিজেদের উজাড় করে দেওয়ার জন্য। গত দশটি ম্যাচেও ওরা একই কাজ করেছে। কিন্তু ফল পায়নি। আজ দলের সাপোর্ট স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়রা পর্যন্ত সবাই কঠোর পরিশ্রম করেছে। সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই, পাশে থাকার জন্য। এখন আমাদের পয়েন্ট ১২। এ বার আমাদের পরের ম্যাচের দিকে এগোতে হবে।”

তবে ইস্টবেঙ্গল ক্লেইটন সিলভার উপর অনেকটাই নির্ভরশীল, সেটি মানছেন স্টিফেন। তিনি বলেছেন, “সে জন্যই তো ওকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয় (হাসি)। সারা মরশুমে যদি দশটা গোলের জন্যও ওর ওপর নির্ভর করতে হয়, তা হলে তা করতে রাজি আছি। মানসিকতাই একজন পেশাদার ফুটবলকে সাফল্য এনে দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত দৌড় শেষ করেনি ও। পেলের জীবনাবসানের দিনে ওর এই গোল এক জন ব্রাজিলীয় হিসেবে যথার্থ শ্রদ্ধার্ঘ্য। সে জন্য ওকে ধন্যবাদ।”

শেষে দর্শকদের উন্মাদনা দেখে স্টিফেন বলেছেন, “আমি তো আওয়াজ শুনে ভেবেছিলাম, আজ মাঠে হাজার ষাটেক লোক হবে কিন্তু পরে শুনলাম সংখ্যটা মাত্র ন’হাজার। কিন্তু আমাদের দ্বিতীয় গোলের পর আওয়াজ শুনে মনে হচ্ছিল তার চেয়ে অনেক বেশি মানুষ রয়েছে গ্যালারিতে।”