আজকের ময়দানের খাসখবর (৫/৩/২০২৩)

0
47

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

উইম্বলডনে রাশিয়া-বেলারুশের নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে

- Advertisement -

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে এবার উইম্বলডনে রাশিয়ান এবং বেলারুশিয়ান খেলোয়াড়রা হয়েছিলেন নিষিদ্ধ। এ বছরের ৩-১৬ জুলাই হতে চলা আসরে অবশ্য তাদের বিতর্কিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে চলেছে। যুক্তরাজ্যের গভর্নিং লন টেনিস অ্যাসোসিয়েশন (এলটিএ) নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটিশ সরকারের চাপের মুখে পড়ে। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে।

ভারতের সব পিচকেই ‘বাজে’ বললেন মার্ক টেইলর

তিনটি টেস্টই শেষ হয়েছে তৃতীয় দিনে। প্রতিটি ম্যাচেই প্রথম দিন থেকে স্পিনাররা পেয়েছেন বিশাল টার্ন। সবশেষ টেস্টে ইন্দোরের উইকেট যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে, এটাকে ‘নিম্নমানের’ রেটিং দিয়েছে আইসিসি। মার্ক টেইলরের অবশ্য পছন্দ হয়নি নাগপুর ও দিল্লির পিচও। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এখন পর্যন্ত ব্যবহৃত সব উইকেটই ‘খুব খারাপ’ বললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মেসি

সম্প্রতি আর্জেন্টিনার রোজারিওতে লিওনেল মেসির শ্বশুর-শাশুড়ির মালিকানাধীন একটি সুপার মার্কেটে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি একটি চিরকুটে মেসিকে উদ্দেশ্য করে হুমকিও দিয়েছেন বন্দুকধারীরা। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্বকাপজয়ী কিংবদন্তি আর্জেন্টিনায় নাও ফিরতে পারেন মন্তব্য করেছেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ গ্যাব্রিয়েল হেইঞ্জ। বলেছেন, ‘এমন হুমকি মেসি এবং তার পরিবারকে নিজ দেশ থেকে দূরে সরিয়ে দিয়েছে।’

আমরা বন্দী জীবন কাটাব না, মেসির মা

আর্জেন্টিনার রোজারিওতে লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোলা রোকুজ্জোর দোকানে গুলি চালানোর পর মেসির বিরুদ্ধে একটি হুমকিভরা চিরকুটও পাওয়া যায়। চিরকুটে মেসির জন্য তারা অপেক্ষায় থাকবেন বলে হুমকি দেয়। এই অবস্থায় স্বাভাবিকভাবেই মেসি ও তাঁর পরিবারের জীবন-যাপনে বেশ প্রভাব পড়ার কথা। তবে এই পরিস্থিতিতেও অন্য সাধারণ সময়ের মতোই চলাফেরার কথা জানিয়েছেন মেসির মা সেলিয়া মারিয়া কুকসিতিনি। নিজের শহরে হওয়া এমন ঘটনার পর মেসির পরিবারের কেউ এই প্রথম মুখ খুলেছেন। দেশটির সংবাদমাধ্যম কাদেনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মেসির মা সেলিয়া।

নতুন কাজে নেমে পড়লেন সানিয়া

টেনিসকে বিদায় জানিয়ে ক্রিকেটে জড়িয়ে পড়লেন সানিয়া মির্জা। গতকাল শনিবার থেকেই শুরু হওয়া ভারতের উইমেন্স প্রিমিয়র লিগে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে এই ভারতীয় তারকাকে। আজ তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে, দিল্লি ক্যাপিটালস এর সঙ্গে। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) মেন্টর। শনিবার থেকে দলে যোগ দিয়েই ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাচ্ছেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন।

দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নিতে চান নতুন কোচ ক্লিন্সম্যান

দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জার্গেন ক্লিন্সম্যান। লম্বা বিরতির পর আবারও কোচিংয়ে ফিরতে পেরে খুশি জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। লক্ষ্য এশিয়ান পাওয়ার হাউসদের আরও এগিয়ে নিয়ে যাওয়া, ‘আমি জানি কোরিয়ান জাতীয় দল দীর্ঘ সময় ধরে উন্নতি করছে এবং কাক্সিক্ষত ফল পাচ্ছে।

শেয়ার কারসাজির তদন্তে আবারও সাকিবের নাম

বিএসইসি-এর তৈরি প্রতিবেদনে রয়েছে সাকিব আল হাসানের নাম। তবে সাকিবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিএসইসি। আগেও অন্তত পাঁচটি কোম্পানির শেয়ার কারসাজির তদন্তে সাকিবের নাম উঠে আসে। কারসাজির তদন্ত প্রতিবেদনে সাকিবের নাম থাকলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিএসইসি। তবে বারবার একই কারসাজি চক্রের সঙ্গে সাকিবের নাম উঠে আসছে তদন্ত প্রতিবেদনে। উল্লেখ্য বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি নিয়ে বিএসইসির করা সর্বশেষ তদন্তে উঠে এসেছে সাকির নাম।

ভারতে ফিরছেন না কামিন্স, চতুর্থ টেস্টেও অধিনায়ক স্মিথ

দুই টেস্ট হারের পর মায়ের অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ায় চলে যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। ইন্দোর টেস্টের মরা পিচে আড়াই দিনেই ৯ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ৯ মার্চ থেকে আহমেদাবাদে শুরু হতে যাচ্ছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এই টেস্টেও নিয়মিত অধিনায়ক কামিন্সকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তার বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ।

চতুর্থ টেস্টে দলে ফিরতে পারেন শামি

ভারতীয় দলে ফিরতে পারেন মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম একাদশে রাখা হয়নি বাংলার পেসারকে। বিশ্রাম দেওয়া হয়েছিল। চতুর্থ টেস্টে ফেরানো হতে পারে তাঁকে। আমদাবাদে ৯ মার্চ খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। আমদাবাদ তাঁর ঘরের মাঠ। সেই মাঠে শামিকে চাইবেন রোহিতরা। আমদাবাদের মাঠে রিভার্স সুইং বড় অস্ত্র হতে পারে। সেই কারণে শামিকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে ভারত। দুই দল মিলিয়ে এই সিরিজ়ে পেসারদের মধ্যে সব থেকে সফল শামি। ৩০ ওভার বল করে ৭ উইকেট নিয়েছেন তিনি।

মেসিকে সর্বকালের সেরা বলে অ্যাখ্যা দিলেন তিনি

বার্সেলোনায় বেশ কয়েক বছর লিওনেল মেসির সঙ্গ পেয়েছেন স্প্যানিশ ফুটবলার পেদ্রি। এরপর আর্জেন্টাইন জাদুকর পিএসজিতে পাড়ি জমালে তাদের সে জুটি ভাঙে। জুটি ভেঙে গেলেও এখনও লিওতে আচ্ছন্ন পেদ্রি। ২০ বছর বয়সী এ তারকা বললেন, মেসিই সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার।

নিউক্যাসলকে হারিয়ে আর্সেনালের কাছাকাছি ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। লিগ টেবিলের শীর্ষ থাকা গানারদের তুলনায় দুই পয়েন্ট পেছনে থাকা সিটিজেনরা শনিবার জয় পেয়েছে ২-০ গোলে।

মুম্বই ইন্ডিয়ান্স নয়, হরমনপ্রীত কৌরের প্রিয় দল আরসিবি!

শুরু হয়েছে ডব্লিউপিএল। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর মুম্বই ইন্ডিয়ান্সকেও নেতৃত্ব দিচ্ছেন। তাঁকে ১.৮ কোটি টাকায় নিলামে দলে নিয়েছিল মুম্বই। তবে মুম্বইয়ের অধিনায়ক নির্বাচিত হলেও হরমনপ্রীতের প্রিয় দল মুম্বই ইন্ডিয়ান্স নয়, বরং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ন্যান্তেসের বিপক্ষে গোল করে মেসির এক হাজারের মাইলফলক

লিগ ওয়ানে শনিবার (৪ মার্চ) ন্যান্তেসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসজি। এই ম্যাচে পিএসজির হয়ে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি। আর এই গোল করেই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর। এই গোলের ফলে ক্লাব ক্যারিয়ারে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি।

কাভানিকে হটিয়ে পিএসজির সর্বোচ্চ গোলদাতার এখন এমবাপ্পে

লিগ ওয়ান ম্যাচে ন্যান্তেসের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসজি। এই চার গোলের একটি করেছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। আর সেই এক গোল করেই বনে গেছেন ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক। পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ২০১তম গোল। ২০০ গোল নিয়ে এত দিন চূড়ায় ছিলেন এদিনসন কাভানি।

পন্টিং না পারলেও ভারতের মাটিতে পেরেছেন স্মিথ

ভারতের মাটিতে টেস্ট জয় এশিয়ার বাইরের দলগুলোর জন্য দুঃসাধ্য। ইন্ডিয়ান কন্ডিশনে অস্ট্রেলিয়াকে টেস্ট জেতাতে পারেননি রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি অধিনায়কও । কিন্তু এখানে ব্যতিক্রম স্টিভেন স্মিথ। সাদা পোশাকে ভারতের মাটিতে আবারও বাজিমাত করলেন তিনি। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পেয়ে, করেছেন বাজিমাত। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার পরম আরাধ্য টেস্ট জয় এল স্মিথের নেতৃত্বেই।

নর্থ ওয়েস্ট ডার্বিতে মুখোমুখি ম্যানইউ-লিভারপুল

ইংলিশ প্রিমিয়র লিগে রোববার (৫ মার্চ) হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে রেড ডেভিলদের আতিথ্য দেবে অল রেডরা। এদিকে বিগ ম্যাচ সামনে রেখে জয়ের পরিকল্পনা করছেন ক্লাব দুটির কোচ। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১০টায়।

শতাধিক’ ম্যাচে অনুপস্থিত নেইমার

দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিসে পা রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। লম্বা সময় ধরে ক্লাবটিতে খেললেও চোট ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি অনেক ম্যাচ। পিএসজির জার্সিতে ম্যাচ খেলার ‘শতক’ পূর্ণ করেছেন ২০২১ সালে। মাঠের বাইরে থাকার ‘শতকও’ পূর্ণ করেছিলেন বছরখানেক আগে। এবার সেটাও ছড়িয়ে গেলেন তারকা ফরোয়ার্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে উন্মুখ অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বের ফাইনাল খেলতে পারেননি অস্ট্রেলিয়া। এবার তারা আগেভাগে নিশ্চিত করেছে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট। আর লক্ষ্য পূরণ করতে পারার আনন্দে ভাসছে দলটির ক্রিকেটাররা। এ প্রসঙ্গে স্টিভেন স্মিথ বলেন, শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছেন তারা। চলতি সিরিজে ভারতকে ৯ উইকেটে হারিয়ে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত খেলা ১৮ টেস্টে ১১টিতে জিতেছে তারা। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে আছে সবার ওপরে। চতুর্থ টেস্টের ফল যাই হোক, শীর্ষেই থাকবে অস্ট্রেলিয়াই।
আগামী জুনে ওভালে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

রেকর্ড গড়ায় এমবাপ্পেকে মেসির অভিনন্দন

লিগ ওয়ানে ন্যান্তেসের বিপক্ষে অন্তিম লগ্নে একটা গোল করার পর রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এডিনসন কাভানিকে হটিয়ে ফরাসি তারকা এখন সর্বোচ্চ গোলের মালিক। এই রেকর্ড গড়ায় এমবাপ্পেকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি।

আগামীবার উপমহাদেশে আরও শক্তিশালী হয়ে ফিরবে অজিরা’, বিশ্বাস স্মিথদের কোচ

আগামী দিনে ভারত সফর সম্পর্কে অজি কোচ বলছেন, ”আমি আশাবাদী আগামীবার যখন এই দল এখানে খেলতে আসবে, তখন অনেক প্লেয়ার আরও অভিজ্ঞতা নিয়ে উপমহাদেশের উইকেটে খেলতে নামবে। অন্যান্য সফরের তুলনায় উপমহাদেশের উইকেট খেলার জন্য আলাদা রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এবারের থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে দল। “

স্পেন ছেড়ে মিয়ামি যাচ্ছেন শাকিরা, সন্তানদের নিতে পারবেন কি?

স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান গায়িকা শাকিরার বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে যাওয়ার কথা শোনা যাচ্ছে শাকিরার। তবে তিনি সেখানে দুই সন্তান সাশা ও মিলানকে নিয়ে যেতে চান। শাকিরা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, তিনি বার্সেলোনা ছাড়তে চান এবং দুই সন্তানকে নিয়ে মিয়ামিতে বসবাস করতে চান। আর এতেই আপত্তি পিকের। শাকিরার সঙ্গে সন্তানদের মিয়ামি পাঠাতে নারাজ তিনি। স্প্যানিশ ফুটবলার পিকে কোনোমতেই তার সন্তানদের স্পেন ছাড়তে দেবেন না, এমনকি ছুটি কাটাতেও না! শেষ পর্যন্ত মিয়ামি যাওয়ার সময় শাকিরা তার সন্তানদের সঙ্গে নিয়ে যেতে পারবেন কিনা সে বিষয়ে স্পষ্ট নয়।

মাস সেরার পুরস্কার পেয়ে খুশি রোনালদো

গত বছরের শেষ দিনে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ক্লাবটিতে যোগ দেয়ার পর শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও, দ্রুতই নিজের ছন্দে ফিরেছেন রোনালদো। গত মাসে (ফেব্রুয়ারি) দারুণ খেলে পেয়েছেন মাস সেরার পুরস্কার। গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আল বাতিনের বিপক্ষে ম্যাচের আগে সেই পুরস্কার তুলে দেয়া হয় রোনালদোর হাতে।

সাকিবকে বায়োপিকের প্রস্তাব

তারকা ক্রিকেটারদের নিয়ে বায়োপিক এখন পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি বাংলাদেশে। এবার হয়ত ক্রীড়াপ্রেমীদের সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানের বায়োপিক বানানোর চেষ্টা করছে। এজন্য বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নাকি প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি। আজ রবিবার (৫ মার্চ) টাইগার ‘পোষ্টারবয়’ সাকিবের ঘনিষ্ঠ এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সাকিবের সঙ্গে বায়োপিকের চুক্তি হতে পারে– এ ব্যাপারে কোনো কিছু জানাননি তিনি।

নিউজ়িল্যান্ডে বুমরা, দু’এক দিনের মধ্যেই অস্ত্রোপচার

পিঠের অস্ত্রোপচার করাতে নিউ জ়িল্যান্ড পৌঁছে গেছেন যশপ্রীত বুমরা। দু’এক দিনের মধ্যেই তাঁর অস্ত্রোপচার করবেন অকল্যান্ডবাসী অস্থি শল্য চিকিৎসক রোয়ান সাউটন। জোফ্রা আর্চার, শেন বন্ডের মতো ক্রিকেটারদের অস্ত্রোপচার করে মাঠে ফিরিয়েছেন তিনি।