আজকের ময়দানের খাস খবর (১৬ মার্চ, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
50
fifa-world-cup-2022-lionel-messi-sends-his-signed-jersey-for-india

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

মেসি ও আর্জেন্টিনা দলকে ১০টি গরু-খাসি খাওয়ার আমন্ত্রণ মাসুদের

- Advertisement -

মেসি ও আর্জেন্টিনা ফুটবল টিমকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন আর্জেন্টিনার অন্ধভক্ত জামালপুরের সরিষাবাড়ির মাসুদুর রহমান মাসুদ। তারা এলে ৫টি গরু ও ৫টি খাসি জবাই করে গণভোজ করতে চান তিনি। সেই তারিখ চেয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন মাসুদ। বুধবার দুপুরে বনানী বি ব্লকের ২৩ নম্বর সড়কে আর্জেন্টিনা দূতাবাসে আমন্ত্রণপত্র জমা দেন তিনি। তিনি ঢাকার তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন।

আরও পড়ুন: গোয়ায় নেমে হোটেলে না গিয়ে এই কান্ড করলেন জুয়ান ফেরান্ডো

তিন মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড

উয়েফা কনফারেন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার (১৫ মার্চ) মুখোমুখি হয়েছিল তুরস্কের ক্লাব বাসাকসেহির ও বেলজিয়ান ক্লাব গেন্ট। সেই ম্যাচে মাত্র তিন মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েছেন গিফট ইমানুয়েল অরবান। বেলজিয়ান ক্লাব গেন্টের ২০ বছর বয়সী স্ট্রাইকার গিফট ইমানুয়েল অরবান বুধবার রাতে বাসাকসেহিরের বিপক্ষে মাত্র তিন মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের ৩১ থেকে ৩৪ মিনিটের মধ্যে তিনটি গোল করেন ইমানুয়েল অরবান। ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে দ্রুততমও।

প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে মাঠেই ইফতারের আয়োজন করবে চেলসি

প্রিমিয়ার লিগে এক নতুন বিপ্লব ঘটাতে চলেছে চেলসি। এবারের রমজান মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে মাঠেই ইফতারের আয়োজন করবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় রীতি পবিত্র রমজান। মাসব্যপী রোজা রেখে আল্লাহর আনুগত্য পালনের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবার সেই আয়োজনে শামিল হতে যাচ্ছে চেলসিও। রমজানের সময় নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতারের আয়োজন করবে প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল ক্লাবটি। ২৬ মার্চ সবার জন্য নিজেদের স্টেডিয়াম উন্মুক্ত করে দেবে চেলসি।

রোনাল্ডোর চেয়ে ভাল খেলোয়াড় ‘মেসি’

ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রাক্তন সতীর্থ কিয়েরেন রিচার্ডসন মনে করেন, তাঁরা দুজনেই সর্বকালের সেরা। তা সত্ত্বেও আমি বলব রোনাল্ডোর চেয়ে ভালো খেলোয়াড় লিওনেল মেসি। পর্তুগিজ মহাতারকার সঙ্গে চার বছর খেলা প্রাক্তন ইংলিশ উইঙ্গার গণমাধ্যমে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশের জয়ে মাইকেল ভনকে খোঁচা দিলেন ওয়াসিম জাফর

বিশ্বসেরা দলকে হোয়াইটওয়াশ করে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে সাকিব আল হাসানের দল। মাঠের বাইরে ওয়াসিম জাফরের বেশ ভাল বন্ধু মাইকেল ভন। প্রাক্তন ইংরেজ অধিনায়কের সঙ্গে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করতে দেখা যায় জাফরকে। এবার তেমনই এক মজার ছলে ভনকে খোঁচা মারলেন জাফর। বাংলাদেশের প্রস্তুতি জার্সি পরে টুইটারে একটি ছবি দিয়েছেন ওয়াসিম। সেখানে বন্ধু ভনকে খোঁচা মেরে তিনি লিখেছেন, ‘অনেক দিন যে দেখা-সাক্ষাৎ নেই তোমার। এবার কিছু একটা বলো।’

৪১ বছরে জাতীয় দলে ইব্রাহিমোভিচ

জ্‌লাতান ইব্রাহিমোভিচকে অবশেষে মাঠে দেখা যাচ্ছে। মৌসুমের শুরু থেকে চোটগ্রস্থ বর্ষীয়ান স্ট্রাইকার ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফিরেছেন। এরই মধ্যে তিন ম্যাচে বদলি হিসেবে নেমেছেন ক্লাব এসি মিলানে। ফিরতে না ফিরতেই চমকে দিয়েছেন। ৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচকে সুইডেন জাতীয় দলে ডেকেছেন কোচ ইয়ানে অ্যান্ডারসন।

আর্লিং হালান্ড অমানুষ’

আর্লিং হালান্ডের কাছে গোল করা যেন একরকম নেশা। গতকাল রাতে ইতিহাদে লাইপজিগকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হালান্ড। গোলবন্যায় ভাসানো হালান্ডকে নেটিজেনরা বলছেন ‘অমানুষ।’ গোলের বন্যা বইয়ে দেওয়ার পর সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন হালান্ড। সেভেন্টিন নামের এক আইডি থেকে টুইট করা হয়েছে, ‘আর্লিং হালান্ডের এখন পাঁচটা হয়েছে। সে অমানুষ।’

পন্টিংয়ের ২১০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি

আইসিসি শিরোপা জয়ে যেমন রেকর্ড গড়েছেন রিকি পন্টিং, তেমনি বাড়ি কিনতেও তিনি যে টাকা খরচ করেছেন সেটাও একটা রেকর্ড। ২০ লাখ মার্কিন ডলারে (ভারতীয় মুদ্রায় ২১০ কোটি ৮৫ লাখ টাকা) একটি ম্যানশন কিনেছেন তিনি। মেলবোর্নের এক বিলাসবহুল এলাকায় বাড়িটি। বিলাসবহুল এই বাড়িতে রয়েছে ছয় বেডরুম। বাড়িটিতে টেনিস কোর্ট ও সুইমিং পুল রয়েছে।

জাতীয় তিরন্দাজিতে সোনা বাংলার মেয়েদের

জাতীয় তিরন্দাজিতে ব্যাপক সাফল্য বাংলার মেয়েদের। দলগত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাক্তিগত ইভেন্টেও নজর কাড়লেন বাংলার প্রতিযোগী। ৪২তম জাতীয় এনটিপিসি সিনিয়র রিকার্ভ তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে টিম ইভেন্টে সোনা জিতল বাংলা। এই টিমে রয়েছেন অদিতি জয়সওয়াল, রিমিল হেমব্রম ও রুমা বিশ্বাস। গোল্ড মেডেলের ইভেন্টে তামিলনাডুকে হারায় বাংলা। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় তিনটি পদক জিতেছেন বাংলার মেয়েরা। রিকার্ভ টিম ইভেন্টে গোল্ড মেডেল। পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে রেলওয়ে স্পোর্টস প্রোমোশন বোর্ডের মোনিকা সোরেনকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন রিমিল হেমব্রম। ব্যক্তিগত কোয়ালিফিকেশন রাউন্ডে ব্রোঞ্জ পদক বাংলার রুমা বিশ্বাসের ঝুলিতে।

অল ইংল্যান্ডের প্রথম রাউন্ডেই বিদায় সিন্ধুর!

অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে দু’বারের অলিম্পিক পদক পাওয়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন। বিশ্বের ৯ নম্বর শাটলার সিন্ধু। তাঁর প্রতিপক্ষ ঝ্যাং ইয়ি ম্যান বিশ্ব ক্রমপর্যায়ের ১৭ নম্বরে। ঝ্যাং ভালো শাটলার, সন্দেহ নেই। কিন্তু তাঁর সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন সিন্ধু। ১৭-২১, ১১-২১ হেরেছেন।

ওডিআই সিরিজে নেই শ্রেয়স, নিশ্চিত করলেন কোচ

আশঙ্কাই সত্যি হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। মুম্বইতে প্রথম ওডিআই শুক্রবার। ভারতীয় দলের অনুশীলন শেষে ফিল্ডিং কোচ টি দিলীপ নিশ্চিত করেন শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়ার কথা।

অল ইংল্যান্ডের দ্বিতীয় রাউন্ডে উঠলেন শ্রীকান্ত

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জয় পেলেন ভারতের কিদম্বি শ্রীকান্ত। ১৯-২১, ২১-১৪, ২১-৫ ব্যবধানে তিনি হারালেন ফ্রান্সের টোমা পোপোভকে। প্রথম দুই গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃতীয় গেম সহজেই জিতে নেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।

লিভারপুলকে দ্বিতীয় লেগেও হারিয়ে শেষ আটে রিয়াল

প্রথম লেগের বড় জয়ই পার্থক্য গড়ে দিয়েছিল দুই দলের মাঝে। তবে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামার আগে অনেক আশা দেখিয়েছিলেন লিভারপুল কোচ ক্লপ। কিন্তু রিয়ালের মাঠে গিয়ে সে আশার ছিটেফোঁটাও দেখা মিলল না। বুধবার (১৫ মার্চ) রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরেছে লিভারপুল। যার ফলে দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জয় নিয়ে শেষ আট নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্টরা।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে যারা

শেষ হলো ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। দুই লেগের এ লড়াইয়ে নিশ্চিত হলো কোন কোন দল শেষ আট নিশ্চিত করেছে। এক্ষেত্রে সবার থেকে এগিয়ে আছে ইতালির ক্লাবগুলো; ৮টির মধ্যে তিনটি। ক্লাবগুলি হল ইন্টার মিলান, এসি মিলান এবং নাপোলি। ইতালির পর ইংল্যান্ড থেকে আছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। এছাড়া রয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। আর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ।

বিশ্বকাপের ফরম্যাট পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান লা লিগার

ফিফার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বেশ চটেছে ক্লাব ও লিগগুলো। তবে মুখ খুলেনি কেউই। শুধু ব্যতিক্রম লা-লিগা। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এমন সিদ্ধান্তের প্রতিবাদই করে স্প্যানিশ লিগটি। এরকম সিদ্ধান্ত নিয়ে ফিফা ঘরোয়া লিগগুলির গুরুত্বকে পুরোপুরি উপেক্ষা করেছে বলে মনে করছে তারা। বুধবার (১৫ মার্চ) বিবৃতি দিয়ে ফিফার এসব পরিবর্তনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানায় লা লিগা। বিবৃতিতে তারা লিখেছে, ‘ফিফা বিশ্ব ফুটবল ক্যালেন্ডারে একতরফা সিদ্ধান্ত নেয়ার অসদাচরণ অব্যাহত রেখেছে, ঘরোয়া লিগগুলির গুরুত্ব এবং ফুটবল সম্প্রদায়ের প্রতি পুরোপুরি অসম্মান দেখাচ্ছে।’

২০২৬ সালে র বিশ্বকাপ বাছাই পর্ব: কবে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব শিগগিরই শুরু হচ্ছে। যেখানে মাঠে দেখা যাবে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে। ম্যাচটি কখন শুরু হবে, সে তথ্য জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। ২০২১ সালে সবশেষ মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও সে ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কোভিড বিধিনিষেধ না মানার অভিযোগে বাতিল করা হয়েছিল। তারপরে আরও কয়েকবার মাঠে নামার কথা শোনা গেলেও বাস্তবে তা আর রূপ নেয়নি। এবার ফুটবলের ২৩ তম বিশ্বকাপের বাছাইপর্বে মুখোমুখি হবে এই দুই ফুটবল পরাশক্তি। আগামী সেপ্টেম্বর মাসে বলিভিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে ব্রাজিল। একই মাসে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিশাল ব্যবধানে জিতে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ হয়েছেন স্ক্যালোনি

প্রায় ৩৬ বছরের অচলায়তন ভেঙে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জিতিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপ জিতে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন তিনি। গত মাসে হয়েছিলেন ফিফার বর্ষসেরা কোচ, এবার তিনি লাতিন আমেরিকারও বর্ষসেরা কোচ হয়েছেন। স্ক্যালোনিকে এই স্বীকৃতি দিয়েছে উরুগুইয়ান সংবাদমাধ্যম এল পাইস। সেরা কোচ বেছে নেয়ার ক্ষেত্রে ২১৮ জন সংবাদকর্মী তাদের ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। স্ক্যালোনি পেয়েছেন ১০৭ ভোট।

আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন কোটি টাকারও ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর এখনও প্রায় দুই সপ্তাহ বাকি। এরইমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইংলিশ ব্যাটার উইল জ্যাকস। নিলাম থেকে উইল জ্যাকসকে ৪ কোটি ৭ লাখ টাকায় কিনেছিল আরসিবি।

ফের অস্ট্রেলিয়া-বধ, টাইব্রেকারে ভারতকে জেতালেন শ্রীজেশ!

প্রো লিগে ভারতকে রোখা যাচ্ছে না। শেষ ম্যাচেও অজিদের বিরুদ্ধে জয় ভারতের। অভিজ্ঞ কিপার শ্রীজেশের দুরন্ত পারফরম্যান্সই জয় এনে দিল ভারতীয় হকি টিমকে। নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হয় খেলা। টাইব্রেকারে ৪-৩ গোলে ম্যাচ পকেটে পুরে নেন হরমনপ্রীত সিংয়ের ভারত।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

আইপিএল না বিগ ব্যাশ: বাবর যা বেছে নিলেন

পেশোয়ার জালমির হয়ে বাবর আজম এখন পিএসএল খেলতে ব্যস্ত। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানে বাবর আজমকে আইপিএল ও বিগ ব্যাশের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়। তখন তিনি বিগ ব্যাশের নাম বলেন। বাবরের যুক্তি, ‘অস্ট্রেলিয়ার পরিস্থিতি ভিন্ন। সেখানকার পিচগুলো সত্যিই ফাস্ট এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেখানে আইপিএলে আপনি একই এশিয়ান কন্ডিশন পাবেন।’