আজকের ময়দানের খাস খবর (১২ মে, ২০২৩)

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

0
40
Former Pakistan captain dragged ICC in BCCI vs PCB case, asked- is they neutral

পাকিস্তান সরকার আমাদের ভারত যেতে দেবে না: পিসিবি চেয়ারম্যান

পাকিস্তানে গিয়ে এ বছরের এশিয়া কাপ খেলতে চায় না ভারত। এ জন্য নিরপেক্ষ ভেন্যু চায় ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দরকার হলে রোহিত শর্মারা টুর্নামেন্টেই অংশ নেবে না– কোথাও কোথাও এমন কথাও শোনা যাচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজম শেঠি বললেন, ভারত না এলে পাকিস্তান সরকারও তাদের সেখানে যেতে দেবে না।

- Advertisement -

আরও পড়ুন: বিজেপি শাসিত আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উদ্দেশ্যপ্রণোদিত

এশিয়া কাপের সিদ্ধান্ত চূড়ান্ত হতে আরও দুই সপ্তাহ

এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগবে আরও দুই সপ্তাহ। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে অনিশ্চয়তার মুখে এ বছরের এশিয়া কাপ। বৈরী সম্পর্কের জেরে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যাবে না, সাফ জানিয়ে দিয়েছে ভারত। প্রভাবশালী ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান বোর্ড।

১৮৩ কোটি টাকা জরিমানার মুখে বার্সেলোনা

অনিয়মের অভিযোগে বড় ধরনের শাস্তির মুখে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাদের ১ কোটি ৫৭ লাখ ইউরো জরিমানা করতে পারে দেশটির কর কর্তৃপক্ষ। ভারতীয় টাকায় যার অঙ্ক ১৮৩ কোটিরও বেশি। মার্কার বরাত দিয়ে এ খবর দিয়েছে স্পেনভিত্তিক ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ফুটবল এস্পানা।

সৌদি থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক

রাশিয়া ও কাতার বিশ্বকাপে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়া গোলরক্ষক হুগো লরিসও পেলেন সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব। টটেনহ্যাম হটস্পারে খেলা বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দেওয়া হয়েছে দারুণ লোভনীয় প্রস্তাব। সৌদি লিগের ক্লাবে যোগ দিলে টটেনহ্যামের বেতনের তিনগুণ বেশি বেতন পাবেন ৩৬ বছর বয়সী লরিস।

ভারতের ক্রিকেটাররা কি এলিয়েন, প্রশ্ন পাকিস্তানি তারকার

দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্দ্বে প্রভাবিত হয়েছে ক্রিকেটাঙ্গনও। তার ধারাবাহিকতায় ২০১৩ সালের পর থেকে দুদেশ নিজেদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলে না। ভারতের ক্রিকেটাররা পাকিস্তানে যান না, তেমনি পাকিস্তান ক্রিকেট দলও ভারতের মাটিতে পা রাখে না। জুনায়েদ খান বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি তো ভালো। যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগসতে পারে। তাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয় না। ভারতের এটা নিয়ে সমস্যা কেন? তারা কি এলিয়েন?’

মেসি অবিশ্বাস্য, রোনালদিনিয়ো স্পেশাল’

লিওনেল মেসি ও রোনালদিনিয়ো- দুজনের সঙ্গেই বার্সেলোনায় খেলার অভিজ্ঞতা আছে বোইয়ান কির্কিচের। প্রাক্তন দুই সতীর্থের মধ্যে সেরার প্রশ্নে আর্জেন্টাইন মহাতারকাকে এগিয়ে রাখছেন তিনি। তবে ব্রাজিলিয়ান গ্রেটকেও খুব একটা পিছিয়ে রাখছেন না কিছুদিন আগে ফুটবলকে বিদায় বলে দেওয়া এই স্প্যানিশ ফরোয়ার্ড।

ব্রাভোকে টপকে সবার ওপরে চাহাল

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার (১১ মে) রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল দাপট দেখিয়েছেন। কলকাতার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন একাই। নিয়েছেন ৪ উইকেট। আর তাতেই গড়েছেন নতুন এক রেকর্ড। আইপিএল ইতিহাসে তিনি এখন এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি। কলকাতার বিপক্ষে নিজের প্রথম উইকেট নিয়েই ব্রাভোকে ছাড়িয়ে যান চাহাল। গত আসর খেলে আইপিএল থেকে অবসরে যাওয়া ব্রাভো এতদিন ১৮৩ উইকেট নিয়ে ছিলেন সবার ওপরে। তাকেই ছাড়িয়ে এখন চাহালের উইকেটসংখ্যা ১৮৭।

বিশ্বকাপে বোল্টের খেলা নিয়ে শঙ্কা

গতবারের বছরের আগস্টে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। নিজের ইচ্ছাতেই এমনটা করেছেন বাঁ-হাতি এই পেসার। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়াইট জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে যারা রয়েছেন তারাই বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন। এতেই প্রশ্ন উঠেছে: তাহলে কি আসন্ন ওয়ানডে বিশ্বকাপে থাকছেন না বোল্ট?

৩২ বছর পর ইউরোপা লিগে ফাইনালের পথে রোমা

ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে লেভারকুসেনকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে রোমা। সবশেষ ৩২ বছর আগে প্রতিযোগিতাটির ফাইনাল খেলেছিল তারা। বৃহস্পতিবার (১১ মে) রাতে অলিম্পিকো স্টেডিয়ামে ১-০ গোলের জয় পেয়েছে রোমা। জয়সূচক একমাত্র গোলটি করেছেন এদোয়ার্দো বোভে।

উরুগুয়ের কোচ হচ্ছেন বিয়েলসা

কাতার বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল উরুগুয়ে। এর পরই উরুগুয়ের দায়িত্ব ছেড়ে দেন ২০২১ সালে দায়িত্ব নেয়া ডিয়েগো আলোনসো। এবার তার বিকল্প হিসেবে এক আর্জেন্টাইনকে কোচ করতে যাচ্ছে উরুগুয়ে। আর সেই আর্জেন্টাইন কোচ আর অন্য কেউ নন, তিনি মার্সেলো বিয়েলসা।

কালা দিবস’ পালন সাক্ষীদের

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা সাত মহিলা কুস্তিগিরের মধ্যে এক মাত্র নাবালিকা ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান দিয়েছেন। দিল্লি পুলিশের সদর দফতরের এক কর্তা সেই খবর জানিয়েছেন। বাকি ছয় মহিলা কুস্তিগিরের বয়ান এখনও রেকর্ড হয়নি। তারই পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এ দিন বিসিসিআই, জাতীয় কুস্তি সংস্থা-সহ বেশ কয়েকটি জাতীয় সংস্থাকে নির্দেশ দিয়েছে অবিলম্বে আভ্যন্তরীণ অভিযোগ কমিটি তৈরি করতে। এই কমিটি মহিলা খেলোয়াড়দের হেনস্থা নিয়ে পর্যালোচনা করবে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

সাও পাওলোতে যোগ দিলেন মেসি

ব্রাজিলের বিখ্যাত ক্লাব সাও পাওলোতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। খবরটি মিথ্যা নয়, সত্য। এক নয় বছর বয়সী তরুণ যার নামও লিওনেল মেসি। ব্রাজিলিয়ান এক প্রকাশনা বোলাভিআইপি-এর রিপোর্ট অনুযায়ী, নয় বছর বয়সী লিওনেল মেসির বাবার নামও কাকতালীয়ভাবে জর্জ মেসি। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বাবার নামও জর্জ মেসি। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলেন মেসি। তার স্বপ্ন, একদিন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলবেন। ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো তাকে প্রস্তাব দেওয়ামাত্রই ক্লাবটির সঙ্গে চুক্তি করেন মেসি।

বাবা হচ্ছেন ম্যাক্সওয়েল

একবার যে বাবা হওয়ার কাছে গিয়েও সুযোগ হারিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, সেটাও তো অনেকের কাছেই অজানা ছিল। তবে এবার সেই দুঃসংবাদসহ সুসংবাদ দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের স্ত্রী ভিনি রমন। অবশেষে বাবা হতে চলেছেন ম্যাক্সওয়েল আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন ম্যাক্সওয়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পারফর্মও করছেন বেশ। শুরুর দিকে তাকে সঙ্গ দিতে ভারতে এসেছিলেন রমন। পরে অবশ্য দেশে ফিরে যান তিনি। ফেরার কিছুদিনের মাঝেই জানালেন সুসংবাদ। বৃহস্পতিবার নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন এই দম্পতি।