ভারতের বিরুদ্ধে ম্যাচ, চাপে পড়েই হবু শ্বশুড়কে ভিডিও কল করেছিলেন শাহীন

0
61

খাস খবর ডেস্ক: টি -২০ বিশ্বকাপে পাকিস্তান প্রথমবার ভারতকে হারিয়েছে। ২০২১ টি -২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। এই ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের ভিত নড়বড়ে করে দিয়েছিলেন পাক পেসার শাহীন শাহ আফ্রিদি। সেই শাহীন আফ্রিদিকে নিয়েই প্রকাশ্যে একটি কথা স্বীকার করলেন পাকিস্তানের আর এক আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে ওই ম্যাচের আগে ভিডিও কল করেছিলেন শাহীন।

শনিবার এ কথা জানিয়েছেন শাহিদ আফ্রিদি। ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেট বিশ্বের অন্যতম বড় ম্যাচ। বিশেষ করে বিশ্বকাপে যখন দুই দল একে অপরের মুখোমুখি হয়, তখন সবার চোখ থাকে সেই ম্যাচের দিকে। দুবাইতে টি -২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হয়েছিল। প্রথমবার ভারতের বিপক্ষে খেলতে নেমে শাহীন আফ্রিদি তার চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন।

- Advertisement -

আরও পড়ুন: সমর্থকদের সঙ্গে সম্পর্ক রাখি, মানালোকে আমি সুপারিশ করিনি: গুজব ওড়ালেন মেনেন্দেজ

বলা বাহুল্য, শাহীন আফ্রিদি শাহিদের হবু জামাইও বটে। সেই ম্যাচের স্মৃতিচারণ করেন শাহিদ আফ্রিদি। ম্যাচের আগে কার্যত চাপে পড়েই শাহীন তাকে ভিডিও কল করেছিল। শাহিদ আফ্রিদি বলেন, “ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে শাহীন আমাকে একটি ভিডিও কল করেছিল এবং বলেছিল যে আমি একটু চাপ অনুভব করছি। আমরা প্রায় ১১-১২ মিনিট কথা বলেছিলাম। আমি তাকে বলেছিলাম যে ঈশ্বর তোমাকে মাঠ দিয়েছেন। যাও এবং পারফর্ম করার সুযোগ কাজে লাগাও। যাও এবং উইকেট নিয়ে হিরো হও।”

আরও পড়ুন: ব্যাটিং অর্ডার থেকে কোহলি-প্রসঙ্গ, প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে চিরাচরিত ডগ ডিফেন্স দ্রাবিড়ের

আফ্রিদি আরও স্মরণ করেছেন যে তার খেলার দিনগুলিতে পাকিস্তানের খেলোয়াড়রা ভারতের বিপক্ষে খেলার আগে ঘুমাতে পারত না। তিনি বলেন, “দুই দেশের ম্যাচের সময় সবসময় চাপ থাকে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমরা (ভারতের বিপক্ষে) ম্যাচের আগে ঘুমতে পারতাম না। কিছু খেলোয়াড় এক কর্নারে গিয়ে ম্যাচের জন্য অপেক্ষা করত। ব্যক্তিগতভাবে আমি এই ধরনের ম্যাচের জন্য অপেক্ষা করতাম। এটি মানুষের মতো ছিল। সবকিছু বাদ দিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখুন।”