বকেয়া বেতন সমস্যা, লাইসেন্সিংয়ের জেরে আইএসএল বাতিল হতে পারে এসসি ইস্টবেঙ্গলের

0
168

খাস খবর ডেস্ক: নানান বাধা, ইনভেস্টর জটিলতা কাটিয়ে এইবারের আইএসএল -এ খেলবে এসসি ইস্টবেঙ্গল। আপাতত আইএসএল এর প্রস্তুতি শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল। দলগঠনও হয়ে গিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। দল গঠনের বাজারে শেষ মূহুর্তেও ভালো খেলোয়াড়দের সই করিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। তবে এরই মধ্যে বকেয়া বেতন জনিত সমস্যায় পড়েছে এসসি ইস্টবেঙ্গল। এই সমস্যার জেরে বাতিল হতে পারে লাইসেন্সও। এখনও পর্যন্ত লাইসেন্স পাশ হয়নি লাল-হলুদের।

ক্লাবকে অবিলম্বে ফুটবলারদের বকেয়া বেতন মেটাতে হবে। তা নাহলে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে লাইসেন্সিং কমিটি। নিয়ম অনুযায়ী, লাইসেন্সিং ছাড় দেওয়ার জন‌্য এসসি ইস্টবেঙ্গলকে ৩০ অক্টোবরের মধ্যে ফেডারেশনের লাইসেন্সিং কমিটির কাছে আবেদন করতে হবে। এই বিষয়ে ফেডারেশনের লাইসেন্সিং কমিটির মিটিং হওয়ার কথা রয়েছে ৫ অথবা ৬ নভেম্বর।

- Advertisement -

আরও পড়ুন: মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত মিতালি রাজ, অর্জুনের তালিকায় ধাওয়ান

উল্লেখ্য, এই মরশুমে এএফসির ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় পাশ করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। শুধু বকেয়া বেতন নয় বেশ কিছু পয়েন্ট না পেয়ে এসসি ইস্টবেঙ্গল লাইসেন্সিং শর্ত পূরণ করতে পারেনি। এফএসডিএল কর্তাদের সঙ্গে বৈঠকেও মেটেনি লাইসেন্স নিয়ে সমস্যা। এই সমস্যা না মিটলে এসসি ইস্টবেঙ্গলের আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে শ্রী সিমেন্ট কর্তারা জানিয়েছেন, বেশ কিছু ফুটবলারের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি বেতনও যথা সময়ে মিটিয়ে দেওয়া হবে।