১৪ টি সেলাই নিয়েও প্রাণপণে লড়াই, হেরেও হৃদয় জিতলেন বক্সার সতীশ

0
35
satish-kumar-lost-in-tokyo-olympic entered the ring with 14 stitches

খাস খবর ডেস্ক: টোকিও অলিম্পিকে ভারত বক্সিংয়ে আবারও বড় ধাক্কা খেল। বক্সার সতীশ কুমার পুরুষদের ৯১ কেজি বিভাগে উজবেকিস্তানের বাখোদির জালোলোভের কাছে হেরে যান। জালোলভ সতীশকে ৫-০ ব্যবধানে পরাজিত করে। এই পরাজয়ের সঙ্গে টোকিও অলিম্পিকে সতীশের পদক জেতার স্বপ্ন ভেঙে গেল। তবে মুখে ১৪ টি সেলাই নিয়েও সতীশের এই হারা না মানা লড়াইকে কুর্নিশ জানাচ্ছে সকলে। প্রি-কোয়ার্টার ফাইনালে চোটের কারণে ১৪ টি সেলাই নিয়ে রিংয়ে প্রবেশ করেছিলেন সতীশ।

এই সময় তিনি বিশ্ব চ্যাম্পিয়ন জালোলোভের সঙ্গে কঠিন লড়াই করতে গিয়ে আহতও হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে সতীশ ম্যাচটি জিততে পারেনি। রিং এর মধ্যে যেন সতীশ ভারতীয় সেনাবাহিনীর মতি স্পিরিট দেখালেন। ৩২ বছর বয়সী বক্সার সতীশ প্রতিপক্ষকে তার ডান হাত দিয়ে ঘুষি মারে। ম্যাচ শেষে বিশ্বচ্যাম্পিয়ন জালোলোভ ভারতীয় বক্সারকে তাঁর এই লড়াইয়ের জন্য আলিঙ্গন করে শুভেচ্ছা জানান।

- Advertisement -

আরও পড়ুন: রুপোলী পর্দায় ফুটে উঠবে মীরাবাই চানুর জীবনসংগ্রাম, জেনে নিন খুঁটিনাটি

গত ইন্ডিয়া ওপেনে এই জালোলোভকেই হারিয়েছিলেন সতীশ। যখন তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরু হল তখন সতীশের কপালে থাকা ক্ষত বেড়ে যায়। রক্তপাত হলেও তিনি রিং ছেড়ে বেরিয়ে আসেননি। এই ম্যাচে যেন সতীশ আহত সিংহের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। এই কারণেই জেতার পর জালোলোভ নিজেই সতীশের তীব্র প্রশংসা করেছিলেন।

আরও পড়ুন: আমিষ নয়, প্রিয় পনির ও আলুর পরোটাকে সঙ্গী করেই অলিম্পিকের ফাইনালে কমলপ্রীত

সতীশ প্রথম ভারতীয় বক্সার যিনি অলিম্পিকে সুপার হেভিওয়েটের মতো ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। সতীশ কুমারের পরাজয়ের পর পুরুষদের বক্সিং ইভেন্টে ভারতের যাত্রা শেষ হল। মহিলাদের বিভাগে একমাত্র আশা লভলিনা বড়গোহাই এর থেকে। তিনি বক্সিংয়ে ভারতের পদক নিশ্চিত করেছেন। সেমিফাইনালে পৌঁছে তিনি ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেছেন।