কমনওয়েলথ গেমসে ভারতের বড় ভরসা হয়ে উঠতে চলেছেন রোনাল্ডো ও ডেভিড বেকহ্যাম

0
37
India announce their squad for Commonwealth Games 2022

সব্যসাচী ঘোষ : ফুটবল ইতিহাসের অন্যতম বড় দুই নামের মধ্যে পড়ে রোনাল্ডো ও ডেভিড বেকহ্যামের নাম। এই দুই কিংবদন্তি ফুটবল মাঠে নিজেদের ফুটবল জাদুর মাধ্যমে মাতিয়েছেন সকলকে। কিন্তু এই দুই নামই এবার আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতের বড় আশা হয়ে উঠবেন।

কিন্তু কিভাবে? মণিপুরের রোনাল্ডো লাইতোঞ্জাম সিং ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডেভিড বেকহ্যাম ভারতের হয়ে আসন্ন কমনওয়েলথ গেমসে নামবেন সাইক্লিং ইভেন্টে। যদিও ফুটবলের সাথে তাদের সম্পর্ক কার্যত নেই বললেই চলে, কিন্তু রেকর্ড তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন তারা।

- Advertisement -

বলা বাহুল্য, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা রোনাল্ডো নাজারিওর অনুপ্রেরণায় নামকরণ হয়নি মণিপুরি সাইক্লিস্টের। বরং রোনাল্ডিনহোর নাম অনুসারে এসেছে রোনাল্ডোর নাম। ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডিনহোর সেই ফ্রিকিকে অবিশ্বাস্য গোলের সময়ে জন্মান এই সাইক্লিস্ট। আর সেই সময়ে তার বাবা ছেলের নাম দেন রোনাল্ডো। ২০ বছর বয়সী এই সাইক্লিস্ট এক সময়ে জুনিয়র র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন।

এদিকে আন্দামান ও নিকোবরের সাইক্লিস্টের নামের ক্ষেত্রে রয়েছে ইংরেজ কিংবদন্তী ডেভিড বেকহ্যামের অনুপ্রেরণা। ভারতের বেকহ্যাম খেলেছেন ঐতিহ্যশালী সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট। কিন্তু দাদুর জন্য ফুটবল ছেড়ে সাইক্লিংয়ে আসেন বেকহ্যাম। ২০২১ সালে একাধিক আন্তর্জাতিক খেতাব জেতেন বেকহ্যাম।