খারাপ খবর, বিশ্বকাপ হয়ত খেলা হবে না ঋষভ পন্থের

0
35
Rishabh Pant

বিশ্বদীপ ব্যানার্জি: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাঠের বাইরে ঋষভ পন্থ। আইপিএলে খেলা হল তাঁর। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও থাকতে পারবেন না। আর এরই মধ্যে এল আরও এক খারাপ খবর। খুব সম্ভবত অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপে-ও তাকে দেখা যাবে না। চিকিৎসকরা সে কথাই জানাচ্ছেন।

আরও পড়ুন: ভারতে সফল কুয়াদ্রাত কী পারবেন ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দিতে

- Advertisement -

সূত্রের খবর, পন্থের সুস্থ হতে এখনও ৭ থেকে ৮ মাস লাগবে। ফলে তাঁর পক্ষে বিশ্বকাপ খেলা খুবই কঠিন। এমনকি ঋষভকে এ বছর মাঠে নামতে দেখা যাবে কিনা, তা নিয়েই ধন্দ তৈরী হয়েছে। খুব সম্ভবত আগামী বছরের আগে ফিরতে পারবেন না তিনি। সব মিলিয়ে ভারতীয় সমর্থকরা রীতিমত অস্বস্তিতে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

তবে খেলতে না পারলেও সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে দেখা গিয়েছে ঋষভকে। দলকে সমর্থন করছিলেন তিনি। এছাড়া তার আগে তাঁর ক্রাচে ভর দিয়ে হাঁটা ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ছবি শেয়ার করে ভারতীয় উইকেট কিপার জানিয়েছিলেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এই ছবির কারণেই অনেকে আশা করেছিলেন, হয়ত ঋষভকে বিশ্বকাপে দেখা যেতে পারে।