রঞ্জি অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন সাকিবুল

0
52

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে এই মরশুমের রঞ্জি ট্রফি। এবার দুই দফায় রঞ্জি ট্রফির আয়োজন করছে বিসিসিআই। করোনা মহামারীর পর গত দুই বছর রঞ্জি ট্রফি আয়োজন করা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে বিশ্ব রেকর্ড গড়লেন বিহারের ব্যাটসম্যান সাকিবুল গনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক প্রথম শ্রেণীর ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করলেন সাকিবুল। মিজোরামের বিপক্ষে বিহারের শুরুটা খুব একটা ভালো  হয়নি, তবে সাকিবুল ও বাবুল কুমার মিলে দলকে ভালো অবস্থানে নিয়ে যায়।

সল্টলেকের যাদুবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭১ রানে তিন উইকেট হারায় বিহার। এরপর সাকিবুল ও বাবুল পার্টনারশিপ গড়েন। কোনও উইকেট না হারিয়ে স্কোরকে ৬০০ রানে নিয়ে যান এই দুইজন। যেখানে সাকিবুল দ্রুত ট্রিপল সেঞ্চুরি করেছেন, বাবুলও করেছেন ডাবল সেঞ্চুরি। ৩৪১ রান করে আউট হন সাকিবুল।

- Advertisement -

আরও পড়ুন: IPL 2022: ডেভিড ওয়ার্নারের জন্যই কী কোচ হিসেবে পদত্যাগ করলেন ক্যাটিচ

সাকিবুল এই ইনিংসে ৪০৫ বলে ৩৮১ রান করেন এবং ৮৪.২০ স্ট্রাইক রেটে খেলেন। সাকিবুল ৫৬ টি চার ও দুটি ছক্কাও হাঁকিয়েছেন। দুই ব্যাটসম্যান মিলে চতুর্থ উইকেটে ৫৩২ রানের পার্টনারশিপ গড়েন। অভিষেক প্রথম শ্রেণি ম্যাচে সর্বোচ্চ স্কোরের রেকর্ড এর আগে ছিল অজয় রোহেরার দখলে। মধ্যপ্রদেশের রোহেরা ২০১৮-১৯ সালের রঞ্জি মরশুমে হায়দ্রাবাদের বিরুদ্ধে অপরাজিত ২৬৭ রান করেছিলেন।