ভারতীয় ক্রীড়ার স্বর্ণযুগ সবে শুরু হয়েছে, কমনওয়েলথে পদকজয়ীদের সঙ্গে সময় কাটালেন নমো

0
45
PM Narendra Modi interacts with the players returned from Birmingham 2022

স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমস ২০২২ -এ দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় অ্যাথলিটরা। পদকজয়ী খেলোয়াড় সহ সকলেই দেশে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দেশে থেকে ফিরে আসা খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন এবং তাদের অভিনন্দন জানিয়েছেন। খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য রেখেছেন। অনুষ্ঠানে নমো বলেছেন, “এটা আমাদের যুবশক্তির জন্য সবে শুরু… ভারতীয় ক্রীড়ার স্বর্ণযুগ সবে শুরু হয়েছে। খেলার মাঠে গত কয়েক সপ্তাহে দেশ দুটি বড় অর্জন।”

তিনি বলেছেন, “কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পারফরম্যান্সের পাশাপাশি প্রথমবার দাবা অলিম্পিয়াড আয়োজন করেছে দেশটি। আমরা শুধু আয়োজনই করিনি, দাবাতে আমাদের সেরা ঐতিহ্য বহন করে ভালো পারফর্মও করেছি। যারা কমনওয়েলথ গেমসের পাশাপাশি অলিম্পিয়াডে পদক জিতেছেন আমি তাদের অভিনন্দন জানাই। যারা পদক জেতেনি, এবং যারা পদক জিততে চলেছে, তারাও আজ প্রশংসার দাবিদার।” কমনওয়েলথ গেমস ২০২২ ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চলের বার্মিংহাম শহরে অনুষ্ঠিত হয়েছিল।

- Advertisement -

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিলেন ধোনি, পরিবর্তন করলেন ডিপি

 

“যখন আপনারা সবাই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন কোটি কোটি ভারতীয় রাত জেগেছিলেন। গভীর রাত পর্যন্ত দেশবাসীর দৃষ্টি ছিল আপনাদের প্রতিটি কর্মকাণ্ডের দিকে। কত মানুষ গিয়ে বারবার স্কোর চেক করতেন। খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতে আপনাদের সকলের ভূমিকা রয়েছে এবং আপনারা সকলেই অভিনন্দন পাওয়ার যোগ্য। এবার শুধুমাত্র পদকের সংখ্যা দিয়ে আমাদের পারফরম্যান্সকে সততার সঙ্গে বিচার করা ঠিক নয়। আমাদের অনেক খেলোয়াড় একদমই জয়ের কাঁটায় এসেও লড়াই করে এসেছেন, যা কোনও পদকের চেয়ে কম নয়। আমরা ০.১ সেমি, ০.১ সেকেন্ডের ব্যবধানটি সংশোধন করব। এটা তোমাদের প্রতি আমার বিশ্বাস।”

আরও পড়ুন: কোহলির মত খারাপ সময় বাবরকে দেখতে হবে না, দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

ভারতীয় দল বার্মিংহামে ২২ টি স্বর্ণ, ১৬ টি রৌপ্য এবং ২৩ টি ব্রোঞ্জ পদক জিতে দুর্দান্ত পারফর্ম করেছেন। ভারত কুস্তি থেকে সর্বাধিক পদক পেয়েছে (১২ টি)। মোদী বলেন, “আমরা যেভাবে হকিতে আমাদের ঐতিহ্য পুনরুদ্ধার করছি তার জন্য আমি উভয় দলেরই প্রশংসা করি। গতবারের তুলনায় এবার আমরা চারটি নতুন ম্যাচে জয়ের পথ তৈরি করেছি। লন বল থেকে টেবিল টেনিস, আমরা জিতেছি। এই কারণে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে।” অনেক মুক্তিযোদ্ধার উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় ক্রীড়াবিদরাও একই চেতনা নিয়ে মাঠে নামেন। তাদের গ্রাম, জেলা বা ভাষা নির্বিশেষে, তারা ভারতের সম্মান, গর্ব এবং প্রতিপত্তির জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করে।”