On This Day : টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের জন্মদিন 

0
18

শান্তি রায়চৌধুরী: এই মাসে বিশ্ব ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য দিনগুলোয় থাকছে সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে নিয়ে যারা এই দিনটিতে পৃথিবীর আলো দেখেছেন, আবার কেউ হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে। এছাড়া থাকছে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনাও।

**ঘটনাবলী:
১৯৭৬ – গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।

- Advertisement -

**জন্ম: সুনীল গাভাস্কার;
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন কিংবদন্তী ব্যাটসম্যান হলেন সুনীল গাভাস্কার৷ তিনি ‘সানি’ নামে পরিচিত ছিলেন। স্বল্প উচ্চতার কারণে তাঁকে ‘লিটল মাস্টার’ ও বলা হত। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে তিনি বোম্বে ক্রিকেট দল ও ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয় তাঁকে। ১৯৪৯ সালের ১০ জুলাই বোম্বেতে সুনীল গাভাস্কারের জন্ম হয়। তাঁর বাবার নাম মনোহর গাভাস্কার। বাবা ছিলেন একজন খেলোয়াড় এবং তাঁর মামা মাধব মন্ত্রী ছিলেন প্রাক্তন টেস্ট উইকেট কিপার। পারিবারিক ভাবে ক্রিকেট আবহে বেড়ে ওঠা তাঁর ক্রিকেটের প্রতি ভালোবাসার অন্যতম কারণ বলে মনে করা হয়।