বিশেষ ছবি শেয়ার করে ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শচীন, নস্ট্যালজিক নেটিজেন

0
18
MS Dhoni turns 40, Sachin Tendulkar shares wish with nostalgic pic

খাস খবর ডেস্ক: আজ ৪০ এ পা দিলেন ক্যাপ্টেন কুল। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিনের শুভেচ্ছায় মাতোয়ারা টুইটার। বিরাট কোহলি, সুরেশ রায়না, বীরেন্দ্র শেহওয়াগ থেকে শুরু করে সকল প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আইসিসি, বিসিসিআইও ভারতের প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছে। এই সমস্ত শুভেচ্ছার মধ্যে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন তেন্ডুলকরের টুইট নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে ও একপ্রকার যেন সব ফ্যানদের নস্ট্যালজিক করে দিয়েছে।

তেন্ডুলকর টুইটে ধোনির সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “একজন সহকর্মী, অধিনায়ক ও বন্ধু! শুভ জন্মদিন, মাহি। আনন্দ এবং সুস্বাস্থ্যে ভরপুর এক দুর্দান্ত বছরের জন্য আপনাকে শুভেচ্ছা।” পোস্টটিতে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের পর মহেন্দ্র সিংহ ধোনিকে শচীন জড়িয়ে ধরছেন এমন একটি ছবিও রয়েছে। এই শুভেচ্ছাকেই সেরা মনে করছেন নেটিজেনরা। ধোনির জন্মদিনে ভারতীয় ক্রিকেট তথা দেশ-বিদেশের ফ্যানসরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন।

- Advertisement -

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফর্ম, আবারও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে মিতালি রাজ

আরও পড়ুন: কেন তিনি ‘ক্যাপ্টেন কুল’, ধোনির জন্মদিনে বিশেষ ভিডিও শেয়ার আইসিসির

আইসিসি তাদের টুইটারে ৪ মিনিট ৫৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছে যেখানে ধোনির ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারের একাধিক ঝলক রয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের যুবরাজ সিং এর আগে নিজেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিংয়ে চলে এসেছিলেন ধোনি। তিনিই বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি তার অধিনায়কত্বে তিনটি আইসিসি ট্রফি জিতেছেন। ‘ক্যাপ্টেন কুল’ নামে ১৫ আগস্ট ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা নিয়েছিলেন।

আরও পড়ুন: জন্মদিনের সারপ্রাইজ নষ্ট পাডিক্কালের, টিম ম্যানেজমেন্টের দাবি মানতে নারাজ নির্বাচকরা

১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্ম নেওয়া ধোনি ভারতের হয়ে ৩৫০ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১০ টি সেঞ্চুরির সাহায্যে ১০,৭৭৩ রান করেছেন। তাঁর গড় ৫০.৫৭ এবং স্ট্রাইক রেট ৮ ৮৭.৫৬। টেস্টে তিনি ৯০ টি ম্যাচ খেলেছেন, যেখানে ছয়টি সেঞ্চুরির সাহায্যে ৪৮৭৬ রান করেছেন। টি- ২০ আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি ৯৮ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তিনি ১২৬.১৩ এর স্ট্রাইক রেটে ১৬১৭ রান করেছেন।