সরে গেল Paytm, BCCI -র নতুন স্পনসর Mastercard

0
48

শান্তি রায়চৌধুরী: পেটিএম এর জায়গায় ভারতীয় দলে আসছে নতুন স্পনসর এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন আগে থেকেই। আসলে ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পনসরশিপ থেকে নাকি অব্যাহতি চাইছিল ফিনটেক কোম্পানি পেটিএম। তাদের অনুরোধ ছিল, মাস্টারকার্ডকে টাইটেল রাইটস দিয়ে দেওয়া হোক। সংস্থার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সু সম্পর্কের কারণে অনুরোধ গুরুত্ব দিয়ে দেখেন বোর্ড আধিকারিকরা।

সেই মতো গত সপ্তাহে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার জানা গেল পূর্বাভাস অনুযায়ী ভারতীয় দলের নতুন টাইটেল স্পনসর হতে যাচ্ছে মাস্টারকার্ড। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে উভয় ক্ষেত্রেই টাইটেল রাইটস মাস্টারকার্ডকে সঁপে দিয়েছে পেটিএম। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে ভারতীয় দলের টাইটেল স্পনসর হিসেবে নাম থাকবে মাস্টারকার্ডের।

- Advertisement -

আরও পড়ুন: বিকেলের ময়দানের খাসখবর (২৬/৭/২০২২)

ফিনটেক সংস্থার অনুরোধ রেখে মাস্টারকার্ডকে রি-অ্যাসাইনমেন্ট করা হয়েছে। ম্যাচ প্রতি ৩.৮০ কোটি টাকায় নতুন সংস্থাটির হাতে রাইটস তুলে দেওয়া হয়েছে। গত ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত পেটিএমের সঙ্গে যুক্ত ছিল বিসিসিআই। গত ৫ জুলাই টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়াতে চেয়ে বোর্ডকে অনুরোধ করে তারা। সেই অনুরোধ রাখল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।