গেটওয়ে অব ফুটবলে ভক্তদের স্বাগত জানাচ্ছেন মমতা

0
75

কলকাতা: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, ধন্যি মেয়ে সিনেমার গানটি বাংলার ফুটবলের স্লোগানে পরিনত হয়েছে। কালজয়ী গায়ক মান্না দে’র এই সৃষ্টির পর থেকে ফুটবল প্রেমীরা বলতেন তিনিই বাংলার ফুটবলে সুর দিয়েছেন। সিনেমাটির প্রায় পঞ্চাশ বছরের মাথায় বাংলার ফুটবলে নতুন করে সুর দিলেন আরও একজন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং দক্ষ রাজনীতিবিদ। তার হস্তক্ষেপেই শতবর্ষে শাপমোচন হল ইস্টবেঙ্গল ক্লাবের।

আরও পড়ুন- মমতার হস্তক্ষেপে আইএসএলে ইস্টবেঙ্গল

- Advertisement -

ইনভেস্টর হিসেবে শ্রী সিমেন্ট আশার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে আইএসএলের দরজা খুলে যায় শতবর্ষে পা দেওয়া ক্লাবটির সামনে। নবান্ন থেকে প্রেস রিলিজ করে ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের আধিকারিকদের পাশে নিয়ে একথা ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

বেশ কয়েক জায়গায় ফুটবল মিউজিয়াম থাকলেও ফুটবলের মক্কা বাংলাতে কোনো ফুটবল মিউজিয়াম নেই। ইস্টবেঙ্গল কর্তাদের আনুকুল্যে বাংলায় সেই মিউজিয়াম হচ্ছে, ফিতে কাটার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্যানডেমিক কাটলেই তার দরজা খুলে যাবে বাংলার ফুটবল প্রেমিকদের জন্য।

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা গেটওয়ে অব ফুটবল হলেও এখানে ফুটবল সংক্রান্ত কোনো গেট বা তোরণ নেই। সম্ভবত করোনার প্রকোপ মিটলেই সেই গেটের কাজ শুরু হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান, ভারতীয় ফুটবলের তিন প্রধান ক্লাবের নামেই তোরণ নির্মাণ হবে বাংলায়। আইএসএলের দরজায় কড়া নাড়া ইস্টবেঙ্গল সমর্থকরাই শুধু নয়, বাংলার ফুটবলের জন্যই আজ খুশির দিন।